জুলাইয়ে আসছে এই ৫ পরিবর্তন, প্রভাব পড়বে আপনার পকেটে

নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই নতুন মাস জুলাই শুরু। প্রতি মাসের মত এই মাসেও একাধিক আর্থিক লেনদেনের ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। সেই সকল পরিবর্তনের মধ্যে গুরুত্বপূর্ণ ৫টি পরিবর্তন, যা প্রভাব ফেলবে আমজনতার পকেটে।

১) ৩০ জুন পর্যন্ত যারা প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করান নি তাদের ১ জুলাই থেকে দ্বিগুন টাকা খরচ করে এই লিঙ্ক করাতে হবে। বর্তমানে যেখানে ৫০০ টাকা খরচ হয় সেই জায়গায় আগামী দিনে খরচ হবে এক হাজার টাকা।

২) ক্রিপ্টোকারেন্সিতে যারা লেনদেন করে থাকেন তাদের নতুন মাস থেকে ১% করে টিডিএস দিতে হবে। ১ জুলাই থেকে জারি হচ্ছে এই নতুন নিয়ম।

৩) ১ জুলাই থেকে দেশে নতুন শ্রম আইন জারি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই আইন জারি হলে হাতে আসা বেতনের পরিমাণ, কাজের সময়, পিএফ, গ্রাচুয়িটি সহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাব পড়বে।

৪) প্রতি মাসের শুরুতেই যেমন রান্নার গ্যাসের দামের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়, সেক্ষেত্রে জুলাই মাসের শুরুতে অথবা মাঝে রান্নার গ্যাসের দামের পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।

৫) ৩০ জুনের মধ্যে যদি ডিম্যাট অ্যাকাউন্টের কেওয়াইসি করা না হয় তাহলে সেই অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে।

জুন মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জুলাই মাসের শুরুতেই এই যে সকল পরিবর্তন আনা হচ্ছে সেগুলি সম্পর্কে প্রত্যেককের জেনে রাখা প্রয়োজন। অন্যথায় অসুবিধার সম্মুখীন হতে পারেন সাধারণ মানুষ।