জানলে অবাক হবেন, বিশ্বের এই ৫ দেশে চলে না ট্রেন, নেই রেল পরিষেবা

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের অধিকাংশ দেশে গণপরিবহনের মেরুদন্ড হলো রেল পরিষেবা। অধিকাংশ দেশের মানুষ রেল পরিষেবার উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করেন। সহজে এবং কম খরচে যাতায়াত করার পরিপ্রেক্ষিতেই রেলের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। তবে জানলে অবাক হবেন বিশ্বের এমন ৫টি দেশ রয়েছে যেখানে কোন ট্রেন চলে না, নেই কোনরকম রেল পরিষেবা।

১) বিশ্বের যে সকল দেশের রেল পরিষেবা নেই সেই সকল দেশের মধ্যে একটি হল ভুটান। ভারতের প্রতিবেশী এই দেশে এখনো পর্যন্ত রেল পরিষেবা চালু হয়নি। সড়ক পথই হলো এই দেশের যোগাযোগের অন্যতম মাধ্যম। তবে ভারত সরকারের সঙ্গে হাত মিলিয়ে খুব তাড়াতাড়ি এখানে রেল পরিষেবা চালু হবে বলে মনে করা হচ্ছে।

২) রেল পরিষেবা নেই ফ্রান্স এবং স্পেনের সীমান্তে অবস্থিত অ্যান্ডোরাতে। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের ১১তম ছোট দেশ এই দেশটি। এই দেশের বাসিন্দাদের ট্রেন ধরার জন্য যেতে হয় ফ্রান্সে এবং সেখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাতায়াত করা যায়।

৩) ১৯৬৫ সাল পর্যন্ত লিবিয়ায় কোন রেল পরিষেবা ছিল না। তবে পরে রাস আজদির থেকে সিরতে পর্যন্ত রেল পরিষেবা চালু হয়। কিন্তু গৃহযুদ্ধের কারণে রেললাইন উপরে ফেলে দেওয়া হয়।

৪) তেল উৎপাদনে প্রথম সারিতে যে সকল দেশ রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি দেশ হলো কুয়েত। কিন্তু এই দেশে এখনো পর্যন্ত রেল পরিষেবা চালু হয়নি। তবে ওমান থেকে এই দেশে রেল পরিষেবা চালু করার পরিকল্পনা চলছে।

৫) ভুমধ্যসাগরের উপর ছোট্ট দ্বীপরাষ্ট্র সাইপ্রাস, যেখানে বর্তমানে কোন রেল পরিষেবা নেই। তবে এই দেশে আগে ১৯০৫ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত রেল পরিষেবা ছিল। পরে আর্থিক কারণে সেই রেল পরিষেবা তুলে দেওয়া হয়।