সরকারি স্কিম, প্যান আধার লিঙ্ক, এই ৫টি কাজ সেরে ফেলতে হবে মার্চ মাসেই

নিজস্ব প্রতিবেদন : ২০২৩ সালের মার্চ মাস শুরু হয়ে গিয়েছে। প্রতিবছর মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হিসাবে ধরা হয়ে থাকে। কারণ মার্চ মাস শেষ হওয়া মানেই একটি অর্থ বর্ষের সমাপ্তি। সেইমতো মার্চ মাসে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলি ছেড়ে ফেলতে হয়। এবার মার্চ মাসেও সেই রকম গুরুত্বপূর্ণ ৫টি কাজ সেরে ফেলতে হবে দেশের নাগরিকদের।

১) প্যান নম্বরের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার শেষ সময়সীমা হিসেবে ৩১ মার্চকে ধার্য করা হয়েছে অর্থ মন্ত্রকের তরফ থেকে। এই সময়সীমার মধ্যে গুরুত্বপূর্ণ এই কাজটি করা না হলে প্যান নম্বর বাতিল হবে এবং প্যান নম্বর বাতিল হলে আর্থিক লেনদেন থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করা যাবে না।

২) আপডেট আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে শেষ সময়সীমা হিসাবে ২০২৩ সালের ৩১ মার্চ ধার্য করা হয়েছে। যারা প্রদত্ত সময়সীমার মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে ভুলে গিয়েছেন তাদের জন্য আপডেট আয়কর রিটার্ন দাখিল করার এই সময়সীমা ৩১ মার্চ।

৩) অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করার চূড়ান্ত সময়সীমা হিসেবে আয়কর দপ্তরের তরফ থেকে ধার্য করা হয়েছে ২০২৩ সালের ১৫ মার্চ দিনটিকে। অ্যাডভান্স ট্যাক্স পেমেন্টের ক্ষেত্রে কোন রকম ত্রুটি থাকলে আয়কর আইন 1961-এর ধারা 234B এবং 243C এর আওতায় জরিমানা করা হবে। এক্ষেত্রে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করার দিন যদি ব্যাংক বন্ধ থাকে তাহলে পরবর্তী কর্মদিবস সময় দেওয়া হয়।

৪) ট্যাক্স সেভিংসে বিনিয়োগ করার জন্য সময়সীমা দেওয়া হয়েছে ২০২৩ সালের ৩১ মার্চ। ট্যাক্স বাঁচানোর ক্ষেত্রে বিভিন্ন স্কিম দেওয়া হয় যে সকল স্কিম বেছে নিলে ট্যাক্স জমা দেওয়ার ক্ষেত্রে ছাড় পাওয়া যায়।

৫) প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা নামে একটি প্রকল্প দেওয়া হয়ে থাকে এলআইসির মাধ্যমে। এটি একটি বীমা স্কিম তথা পেনশন স্কিম যেটি প্রবীণ নাগরিকদের নিরাপত্তা দিয়ে থাকে। একজন নাগরিক এই স্কিমের আওতায় ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এই স্কিম ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত গৃহীত হবে। এই প্রকল্পের আওতায় ১০ বছরের জন্য ৭.৪ শতাংশ সুদের গ্যারান্টি দিয়ে থাকে।