বদলে গেল IPL-এর নিয়ম, এবার এই সকল নতুন নিয়ম দেখা যাবে জমকালো টুর্নামেন্টে

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের সবচেয়ে জমকালোর টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আগামী ৩১ মার্চ মাঠে নামবেন ধোনি, রোহিত, হার্দিক, ওয়ার্নাররা। তবে ২০২৩ সালের এই জমকালো টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই জানা গেল এর বেশ কিছু নিয়মে বদল আনা হয়েছে। এবার নতুন সেই সকল নিয়ম মেনেই খেলা হবে।

এবার প্রতিটি ম্যাচে দলগুলিকে একটি পরিবর্তে দুটি টিম লিস্ট জমা দিতে হবে। আগে যেমন টস হওয়ার আগে টিম লিস্ট জমা দিতে হতো এখন আর তা দিতে হবে না। নতুন নিয়ম অনুযায়ী এবার দলগুলিকে টিম লিস্ট জমা দিতে হবে টস হয়ে যাওয়ার পর।

এবার টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে যুক্ত হচ্ছে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে bcci এই নিয়ম চালু করলেও আইপিএলে কিছু বদল এনে তা চালু করা হচ্ছে। নতুন নিয়ম অনুসারে ম্যাচের যেকোনো সময় ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ পাঠাতে পারবে দল। ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ যেকোনো ম্যাচের মুহূর্ত ঘুরিয়ে দিতে পারে।

এছাড়াও আরও যে সকল নিয়মে পরিবর্তন আসতে পারে বলে জানা যাচ্ছে সেগুলি হল, যদি নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করা না যায় তাহলে বাকি সময় ৩০ গজের বাইরে থাকতে পারবেন মাত্র চারজন খেলোয়াড়।

উইকেট কিপার যদি কোনরকম ভুলভাল মুভমেন্ট করেন তাহলে সেই বল ডেড বল হিসাবে ঘোষণা হবে এবং ব্যাটিং করা দলকে অতিরিক্ত পাঁচ রান দেওয়া হবে।

উইকেট কিপারের পাশাপাশি একই ধরনের আচরণ যদি কোন ফিল্ডার করে থাকেন সেক্ষেত্রেও একই নিয়ম লাগু হবে। অর্থাৎ সে ক্ষেত্রেও বল ডেড বল হিসাবে ঘোষণা হবে এবং ব্যাটিং পক্ষকে পাঁচ রান অতিরিক্ত দেওয়া হবে।