প্রার্থী হিসেবে টলিউডের কে কে মুখ দেখলেন জয়ের আর কে হারলেন

নিজস্ব প্রতিবেদন : একুশের বাংলা বিধানসভা নির্বাচনে সবথেকে বেশি আলোচ্য মুখ হিসাবে যারা ছিলেন তারা হলেন টলিউডের একঝাঁক অভিনেতা অভিনেত্রী। বিধানসভা নির্বাচনের আগে এইসকল টলিউড অভিনেতা অভিনেত্রীরা সরাসরি রাজনীতির আঙিনায় পা দিয়ে কেউ শাসকদল তৃণমূলে নাম লেখান আবার কেউ গেরুয়া শিবিরে। তবে এই তালিকায় গেরুয়া শিবিরের তুলনায় পাল্লা ভারী ছিল শাসকদল তৃণমূলের। চলুন দেখে নেওয়া যাক এই তালিকায় কে কে জয়ের মুখ দেখলেন এবং কে কে হারলেন?

জয়ী টলিউড প্রার্থীদের তালিকা

তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে এই নিয়ে তিনবার বারাসাত কেন্দ্র থেকে জয়লাভ করলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।

প্রথমবার সক্রিয় রাজনীতিতে পা দিয়ে পরিচালক রাজ চক্রবর্তী বারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে জয়লাভ করলেন।

এর পাশাপাশি প্রথমবার রাজনীতির আঙ্গিনায় পা দিয়ে তৃণমূলের টিকিটে জয়লাভ করেছেন অদিতি মুন্সি, লাভলি মৈত্র, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, বিরবাহা হাঁসদা। তৃণমূলের টিকিটে জয়লাভ করেছেন ইন্দ্রনীল সেন, সোহম চক্রবর্তী।

বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে তারকা প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন টলিউডের হিরণ চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পল।

হারের মুখ দেখতে হল যে সকল টলিউড অভিনেতা অভিনেত্রীদের

দুয়ারে দুয়ারে প্রচার করলেও অভিনেত্রী সায়নী ঘোষকে তৃণমূলের টিকিটে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে পরাজয়ের মুখ দেখতে হলো।

সায়নী ঘোষ ছাড়াও তৃণমূলের পরাজিত তারকা প্রার্থীরা হলেন কৌশানী মুখোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

সিপিআইএমের তারকা প্রার্থী দেবদূত ঘোষও হারের মুখ দেখেছেন এবারের বিধানসভা নির্বাচনে।

[aaroporuntag]
এছাড়াও যে সকল অভিনেতা অভিনেত্রী পরাজয়ের মুখ দেখলেন তারা হলেন বিজেপির রুদ্রনীল ঘোষ, বাবুল সুপ্রিয়, পায়েল সরকার, শ্রাবন্তী চ্যাটার্জী, তনুশ্রী চক্রবর্তী, যশ দাশগুপ্ত, পার্নো মিত্র, অঞ্জনা বসু, লকেট চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী।