ভারতের ড্রাইভিং লাইসেন্স থাকলেই গাড়ি চালানো যায় এই সকল দেশে

নিজস্ব প্রতিবেদন : মোটরবাইক হোক অথবা চারচাকা, গাড়ি চালানোর ক্ষেত্রে আবশ্যিকভাবে প্রয়োজন ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স না থাকলে গাড়ি চালানো অবস্থায় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লে বিপুল পরিমাণে জরিমানা দেওয়ার পাশাপাশি শাস্তি ভোগ করতে হয়।

যে কারণে প্রতিটি দেশের আলাদা আলাদা ড্রাইভিং লাইসেন্স থাকে তাদের চালকদের জন্য। সেরকম ভারতীয়দের জন্য রয়েছে ভারতের ড্রাইভিং লাইসেন্স। তবে জানেন কি ভারতের এই ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিদেশের বেশ কিছু দেশে কোন রকম ঝঞ্ঝাট ছাড়াই গাড়ি চালানো যায়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

জার্মানি : জার্মানিতে ভারতের ঠিক উল্টোদিকে গাড়ি চালাতে হয় অর্থাৎ ডানদিকে। এই দেশে ঘুরতে গিয়ে সেখানকার গাড়ি ভাড়া নিয়ে ভারতীয়রা গাড়ি চালাতে পারেন ভারতীয় ড্রাইভিং লাইসেন্স থাকলেই। এই দেশে গাড়ি চালানোর ক্ষেত্রে আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না। তবে ভারতীয় ড্রাইভিং লাইসেন্সের একটি অনুবাদ করিয়ে নিতে হয় সেখানকার কূটনৈতিক মিশন থেকে।

গ্রেট ব্রিটেন : ভারতের মতো গ্রেট ব্রিটেনে বাঁ দিক দিয়ে গাড়ি চালাতে হয়। গ্রেট ব্রিটেনের ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস্ এই তিন দেশে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স বৈধ। সেক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্স যে শ্রেণীর সেই বিভাগের গাড়ি আপনি চালাতে পারবেন কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই।

সুইজারল্যান্ড : বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র সুইজারল্যান্ডে ডান দিক দিয়ে গাড়ি চালাতে হয়। তবে এখানে গাড়ি চালানোর জন্য ভারতীয় ড্রাইভিং লাইসেন্স বৈধ।

সিঙ্গাপুর : এশিয়ার অধিকাংশ দেশের মতো সিঙ্গাপুরে বাঁ দিক দিয়ে গাড়ি চালাতে হয়। এই দেশে গাড়ি চালানোর জন্য আলাদা করে কোন ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয় না। ভারতীয় ড্রাইভিং লাইসেন্স থাকলেই গাড়ি চালানো যেতে পারে।

মালয়েশিয়া : ভারতের মতো এখানেও বাঁ দিক দিয়ে গাড়ি চালাতে হয়। গাড়ি চালানোর ক্ষেত্রে এখানে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স বৈধ হিসেবে পরিগণিত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র : মার্কিন যুক্তরাষ্ট্রে ডান দিক দিয়ে গাড়ি চালাতে হয়। সেই দেশের বিভিন্ন প্রদেশে গাড়ি চালানোর ক্ষেত্রে মোটর ভেহিকেলস অফিসে সরাসরি যোগাযোগ করতে হয়। তবে বেশ কিছু প্রদেশ ভারতীয় লাইসেন্স বৈধ হিসেবে গণ্য হয় আবার বেশ কিছু প্রদেশ আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স দাবি করা হয়ে থাকে।