মাথা মোটা তাই ঢোকেনা হেলমেট! ফাইন করতে গিয়ে তাজ্জব পুলিশ

নিজস্ব প্রতিবেদন : ইচ্ছা থাকলেও ট্রাফিক নিয়ম মেনে উঠতে পারছেন না এক যুবক। কারণটা শুনলে অবাক হবেন আপনি, তাজ্জব ট্রাফিক পুলিশও। ওই যুবকের মাথা মোটা! মাথামোটা বলতে দেখা নয়, আক্ষরিক অর্থে তার মাথাটাই মোটা। আর যে কারণে বড্ড সমস্যায় জাকির নামের ওই যুবক। ইচ্ছা থাকলেও হেলমেট পরতে পারেন না ওই যুবক, এমনকি বাজারে তন্নতন্ন করে খুঁজে সত্বেও তার মাথার আকৃতির সাইজে মিলেনি কোন হেলমেট। কিন্তু তাহলে হেলমেট না পরে বাইক চালালে তার কি হবে?

জাকির নামের ওই যুবক গুজরাটের উদয়পুরের বাসিন্দা। পেশায় একজন ফল ব্যবসায়ী। দিন কয়েক আগে বিনা হেলমেটে বাইক চালানোর সময় ট্রাফিক পুলিশের হাতে পড়েন ওই যুবক। নতুন মোটর ভেহিকেল নিয়ম অনুযায়ী জরিমানাও করা হয় তাকে। জরিমানার রশিদ হাতে পেয়ে জাকির পুলিশকে জানায়, ইচ্ছা থাকলেও সে হেলমেট পরতে পারে না। কারণ তার মাথাটা এতটাই মোটা যে, তার মাথাতা এতটাই মোটা যে কোথাও হেলমেট পাওয়া যায় না। জাকির এও জানাই, তার কাছে রয়েছে সমস্ত বৈধ কাগজপত্র, শুধু মাথায় নেই হেলমেট।

জাকিরের মাথা মোটার সমস্যা নেই চিন্তিত তার পরিবারও। ঘটনার কথা উপলব্ধি করতে পেরে ট্রাফিক পুলিশ জাকিরকে জরিমানা করা থেকে বিরত হয়। পুলিশ আধিকারিক জানান, “এমন ঘটনা একেবারেই বিরল। সমস্যার কথা আমরা বুঝতে পেরে জরিমানা করিনি।”

উল্লেখ্য, পয়লা সেপ্টেম্বর থেকে নতুন ট্রাফিক নিয়ম অনুসারে ট্রাফিক আইন ভাঙলে জরিমানার পরিমাণ কয়েক গুণ বাড়ানো হয়েছে। যেমন মদ্যপ অবস্থায় গাড়ি চালালে জরিমানার পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ২০০০ টাকা থেকে ১০০০০ টাকা, কোন ইমারজেন্সি গাড়িকে রাস্তায় আটকালে জরিমানা গুনতে হবে ৫০০০ টাকা, যা আগে ছিল ১০০০ টাকা। বিনা হেলমেটে গাড়ি চালালে আগে গুনতে হতো ১০০ টাকা, যা বর্তমান নিয়ম অনুসারে গুনতে হবে ১০০০ টাকা।