অরবিন্দ কেজরিওয়াল! স্টলে বিক্রি করছেন চাট, শোরগোল নেট দুনিয়ায়

নিজস্ব প্রতিবেদন : রাস্তার ধারের খাবার নিয়ে যতই অভিযোগ উঠুক না কেন সেই সকল খাবারের স্বাদের টানে আমাদের হামেশাই ওই সকল খাবারের দিকে ঝুঁকতে দেখা যায়। এই সকল খাবারের তালিকায় রয়েছে বিশেষ করে ফুচকা, চাট সহ বিভিন্ন ধরনের খাবার। এই সকল খাবার বিক্রি করা হয় রাস্তার ধারে বিভিন্ন ধরনের স্টল করে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি স্টলকে কেন্দ্র করে শুরু হয়েছে শোরগোল। তবে ওই স্টলের কোন স্পেশাল খাবারের স্বাদ নিয়ে এই শোরগোল নয়। শোরগোল পড়েছে ওই দোকানের মালিককে ঘিরে। কারণ ওই স্টলের মালিক দেখতে হুবহু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মত দেখতে। যা নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে চরম কৌতুহল।

হুহুহু অরবিন্দ কেজরিওয়ালের মতো দেখতে চাট দোকানের ওই মালিকের খোঁজ মিলবে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। ওই চাট দোকানের নাম গুপ্তা চাট সেন্টার। এই চাট সেন্টারটি মতিমহলের সামনে ফুল বাগান এলাকায় প্রতিদিন ১১ টা থেকে ৫ টা পর্যন্ত খোলা থাকে। এখানে পাওয়া যায় পাপড় চাট, পালক পাত্তা চাট, দহি বাড়া, সিঙ্গাড়া এবং কচুরি। এছাড়াও এই দোকানে গুলাব জামুন এবং খোয়া সামোসা নামে বিশেষ মিষ্টিও পাওয়া যায়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে যেমন ওই চাট সেন্টারের মালিককে হুবহু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক তেমনই তিনিও দাবি করেছেন, বহু খরিদ্দার তাকে এই কথায় বলে যান। এই ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নানান মজার মজার মন্তব্যও উঠে আসছে।