গালিগালাজ করেই কোটিপতি, আয় জানেন রোদ্দুর রায়ের

নিজস্ব প্রতিবেদন : বিতর্কিত সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য যে সকল ব্যক্তিরা বিভিন্ন সময় কেন্দ্রবিন্দু হয়ে থাকেন তাদের মধ্যে অন্যতম হলেন রোদ্দুর রায়। উচ্চশিক্ষিত, এমনকি গবেষণায় যুক্ত এই অনির্বাণ রায় রোদ্দুর রায় নামে তার ইউটিউব চ্যানেল চালান। আর এটাই হলো তার রোজগারের মূল উৎস বলে জানা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে যখন অনেকেই রোজগারের পথ বেছে নিয়েছেন সেই সময়ে রোদ্দুর রায় অশ্রাব্য গালিগালাজ করে ইউটিউব ভিডিও বানিয়ে রোজগারের পথ বেছে নিয়েছেন। এ এক অন্যতম নজির বলা যেতেই পারে। কারণ এই ইউটিউব ভিডিও থেকে তিনি যে কয়েক কোটি টাকা রোজগার করেছেন তা কারোর অজানা নয়।

কোন ভিডিওতে ১৩, কোনো ভিডিওতে ২৫ হাজার, নোংরা, অশ্রাব্য, ভিন্ন কথা বলেই তার পকেটে ঢোকে হাজার হাজার টাকা। তারপর আবার ভিডিও পরিবেশনের সময় আছে নানান অঙ্গিভঙ্গি, হাতে নেশাদ্রব্য। তবে এসবের পরেও লাফিয়ে লাফিয়ে বাড়ে তার ভিডিও ভিউ।

ইউটিউব মনিটাইজেশন নিয়ম অনুসারে যেভাবে রোদ্দুর রায়ের ভিডিও ভিউ হয়ে থাকে তা থেকেই এক একটি ভিডিওতে তার রোজগার সবচেয়ে কম হলেও ১৪ থেকে ১৫ হাজার টাকা হবেই। লক্ষ লক্ষ ভিউ হয়ে থাকে এমন ভিডিওতে রোজগারের সংখ্যাটা কয়েক হাজারে পৌঁছে যায়। এছাড়াও ফেসবুকের মত সোশ্যাল মিডিয়া থেকেও তার রোজগার আরও বেশি।

এমনকি জনৈক এক ইউটিউবারের মতে, বাংলা আঞ্চলিক ভাষা হওয়ার কারণে কেবলমাত্র বাংলা ভাষায় ভিডিও তৈরি করলে রোজগার অনেক কম হয়ে থাকে। যে কারণে রোদ্দুর রায় নিজের ভিডিওতে অজস্র ইংরেজি ভাষা ব্যবহার করে থাকেন। এই ইংরেজি ভাষার ব্যবহার উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করা হয়ে থাকে এবং জাতীয় স্তরে তিনি তার ভিডিও ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রাখেন। রোদ্দুর রায়ের বিভিন্ন ভিডিওর ভিউ বলে দেয় তিনি কোটি কোটি টাকা রোজগার করেছেন কেবলমাত্র এই পদ্ধতি অবলম্বন করে।