Airport Metro: এয়ারপোর্টে যাওয়ার ঝামেলা শেষ, কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশনে বিশেষ ব্যবস্থা

Kolkata Airport finally gets a metro station: আবারো কলকাতা মেট্রোর মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। এরফলে বিমানবন্দর মেট্রো স্টেশনের (Airport Metro) সঙ্গে যুক্ত হবে এয়ারপোর্ট। কিভাবে তা সম্ভব? একটি আন্ডারগ্রাউন্ড সাবওয়ের মাধ্যমে পাতালপথে মেট্রো স্টেশনের সঙ্গে কলকাতা বিমানবন্দর যুক্ত হবে। সম্প্রতি সেই সাবওয়ের ডি ওয়াল অর্থাৎ ডায়াফ্রাম ওয়াল তৈরির কাজ সম্পন্ন হল। মেট্রোর মাধ্যমে খবর পাওয়া গেছে যে, গত ৩ মে সকাল ৮টা নাগাদ এই সাবওয়ের নির্মাণকাজ শেষ হয়েছে। এই কারণে এক নিমেষেই মেট্রো স্টেশন থেকে পৌঁছে যাওয়া যাবে এয়ারপোর্টে।

যখন গড়িয়া-বিমানবন্দর রুটের মেট্রোর পরিষেবা শুরু হবে তখন এই নতুন তৈরি সাবওয়ের মাধ্যমেই যাতায়াত করতে পারবেন নিত্যযাত্রীরা। এই বিশেষ সেতুবন্ধন তৈরির জন্যই গত ২ মে রাত সাড়ে ১০টা থেকে ৩ মে সকাল ৮টা পর্যন্ত বিমানবন্দর সংলগ্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। সূত্রের মাধ্যমে জানা গেছে যে, ২৪ ঘণ্টার চেষ্টায় ডিডব্লিউ-৪০ নামে ওই ওয়াল তৈরি করা হয়েছে। মেট্রোর তরফ থেকে জানা গেছে যে, সাবওয়ের এই ডায়াফ্রাম ওয়ালের দৈর্ঘ্য ১৭.৪০৫ মিটার, প্রস্থ ৪ মিটার এবং উচ্চতা ১৫ মিটার। এয়ারপোর্ট (Airport Metro) এর ক্ষেত্রে একটি বিশেষ সুবিধা।

বিগত ২০১২ সালে কলকাতা মেট্রোর নিউ গড়িয়া থেকে বিমানবন্দর (Airport Metro) প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু ১১ বছর কেটে গেলেও এখনও কোনরকম পরিষেবা শুরু হয়নি এই রুটে। এখানকার সম্পূর্ণ নির্মাণ কাজ এখনও বাকি রয়েছে। তবে রুটটির নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত খুব শীঘ্রই মেট্রো চালু হওয়ার কথা। যাতে শীঘ্রই যাত্রা শুরু হয় তারজন্য ইতিমধ্যেই রেলওয়ে সেফটি কমিশনার সবুজ সংকেতও দিয়ে ফেলেছেন।

অনুমান করা হচ্ছে যে, এই মাসেই কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত ছ’টি স্টেশনে যাত্রী পরিষেবার সূচনা হতে পারে। এই সূচনা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের মাধ্যমে জানা গেছে যে, হাওড়া থেকে পুরী পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে জগন্নাথধামে যেতে পারেন মোদী। সেখান থেকেই তিনি ভার্চুয়ালি নিউ গড়িয়া-রুবি মেট্রোর রুটের উদ্বোধন করতে পারেন।

যত দিন অতিবাহিত হচ্ছে প্রযুক্তিগত দিক থেকে আরো উন্নত হচ্ছে কলকাতা মেট্রো। কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের বিমানবন্দর বা জয় হিন্দ স্টেশন থেকে সরাসরি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিংয়ে প্রবেশপথ তৈরির জন্য এই ডায়াফ্রাম ওয়াল খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রযুক্তিবিদরা। অনেক যাত্রী এমন আছেন যারা বিমানবন্দর স্টেশনে নেমে এয়ারপোর্ট যেতে চাইবেন, তাঁদের আর কোনোভাবেই বাইরে বেরোতে হবে না। মেট্রো স্টেশন থেকে তারা সরাসরি নির্দিষ্ট একটি ওয়াকালেটর ধরে বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনাল বিল্ডিংয়ে ঢুকতে পারবেন।