নিজস্ব প্রতিবেদন : আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বৃহস্পতিবার ফের একবার বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্ধারিত সময়ের থেকে এক ঘন্টা দেরীতে তিনি কোচবিহারের রাসমেলা সভামঞ্চে পৌঁছান এবং তার বক্তব্য শুরু করেন। বক্তব্য শুরু করার আগেই ‘জয় শ্রীরামক’ ধ্বনি দিতে দেখা যায় তাকে। আর বক্তব্যের মাঝেই তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি জানিয়ে দেন, ‘এবার ঐতিহাসিক নির্বাচন হবে বাংলায়’।
‘ঐতিহাসিক নির্বাচন’ বলতে কি বোঝাতে চেয়েছেন অমিত শাহ? ঐতিহাসিক নির্বাচনের তাৎপর্য বোঝাতে গিয়ে অমিত শাহ মঞ্চ থেকে বলেন, “মমতা দিদির সরকার ভোট করানোর জন্য সাধারণ মানুষকে চান না। কারণ তার কাছে গু’ন্ডারা আছে। আর সেই গু’ন্ডাদের দিয়েই তিনি নির্বাচন করিয়ে নেন। কিন্তু এবছর বাংলায় ঐতিহাসিক নির্বাচন হবে।”
কিভাবে ‘ঐতিহাসিক নির্বাচন’ করাবেন অমিত শাহ? এর পরিপ্রেক্ষিতে তিনি মঞ্চে জানান, “এবছর নির্বাচনে বুথে বুথে বিজেপির কার্যকর্তারা তৃণমূলের গু’ন্ডাদের আটকে দেবে। সাধারণ মানুষ স্বতন্ত্রভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন।”
[aaroporuntag]
পাশাপাশি অমিত শাহ ‘পরিবর্তন যাত্রা’ নিয়ে বলেন, “দুর্নীতি শেষ করার জন্য এই পরিবর্তন যাত্রা। বেকারত্ব সমস্যা দূর করার জন্য পরিবর্তন যাত্রা। কৃষকদের দুর্দশা দূরীকরণের জন্য এই পরিবর্তন যাত্রা। সোনার বাংলা তৈরি করার জন্য এই পরিবর্তন যাত্রা। মমতা দিদির শাসনে বাংলা অনেক নিচে নেমে গেছে। মমতা দিদিকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। এবার বিজেপি বাংলায় দু’শোর বেশি আসন পাবে। আমরা পাঁচ বছরে সোনার বাংলা গড়ে দেবো।”