Smallest Village in India: এটিই হল দেশের সবচেয়ে ছোট গ্রাম, যেখানে থাকেন মাত্র ২৮৯ জন মানুষ

Prosun Kanti Das

Published on:

Advertisements

This village is the smallest village in India: জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন অনেকেই। সাধারণ জ্ঞান মূলত বিশাল পরিধিতে ব্যাপ্ত। তাই এই সুবিশাল জ্ঞানের ভান্ডার আমাদের একার পক্ষে আয়ত্ত করা সম্ভব হয় না। তা সত্ত্বেও কোনো কোনো মানুষের বিশেষ আগ্রহ থাকে জেনারেল নলেজ সম্পর্কে জ্ঞান লাভ করার। তাই সংবাদপত্র, বই, টেলিভিশন ইত্যাদি অনেক কিছু থেকেই তারা এই জ্ঞান লাভ করার প্রচেষ্টা করেন।

Advertisements

জেনারেল নলেজ আবার সরকারি বা বেসরকারি চাকরি ও যে কোনো প্রতিযোগীতামূলত পরীক্ষার জন্য প্রয়োজন হয়। তাছাড়া দেশের বা পৃথিবী আশ্চর্য বিষয়গুলি জানতে সকলেরই ভাল লাগে। এতে জ্ঞানেরও বৃদ্ধি হয়। এই প্রতিবেদনে আজ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এমনই একটি প্রশ্ন যা হয়তো অনেকে জানেন, আবার অনেকের কাছে এই সাধারণ জ্ঞানের বিষয়টি আজও অজানা।

Advertisements

ভারতে শহর যেমন আছে, সেই সঙ্গে গ্রামের সংখ্যাও প্রচুর। বলুন তো ভারতের এই সমস্ত গ্রামগুলির মধ্যে আয়তনে সবথেকে ছোট গ্রাম (Smallest Village in India) কোনটি? গ্রামটি কোথায় অবস্থিত? সেই গ্রামের লোক সংখ্যা কত? এই গ্রামে কটি পরিবার বাস করে জানেন? এসব তথ্যই আজ আপনাদের জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে। ভারতের সবথেকে ছোট সেই গ্রাম সম্পর্কে জানলে স্বাভাবিক ভাবেই আপনি অবাক হবেন।

Advertisements

আরও পড়ুন ? Medicine Strip: কিছু ওষুধের পাতায় কেন থাকে লাল দাগ! কারণ না জানলে দোকানে গিয়ে মাথা ঠুকতে হবে

বর্তমানে ভারতে মোট ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছোট ও বড় শহরের পাশাপাশি বিভিন্ন গ্রাম রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী জানা যায় যে, ভারতে ৬ লক্ষেরও বেশি গ্রাম রয়েছে ও দেশের জনসংখ্যার ৭২.২ শতাংশ মানুষ গ্রামে বাস করেন।

ভারতের সবথেকে ছোট গ্রামটি (Smallest Village in India) অবস্থিত অরুণাচল প্রদেশে। গ্রামটির নাম হল হা। এই গ্রামটির অধিবাসিরা আদিবাসী সম্প্রদায় ভুক্ত। গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪০০০ ফুট উচ্চতায় অবস্থিত। এটি কুরুং কুমেয়ের লংডিং কোলিং-এ অবস্থিত। এই গ্রামে মোট বাস করে ৫৮ টি পরিবার এবং এর জনসংখ্যা ২৮৯ জন। এর মধ্যে ১৩৮ জন পুরুষ এবং ১৫১ জন নারী। গ্রামটি ছোট হলেও এটি অররুপ পাহাড়ি সৌন্দর্যে মোড়া। যার কারনে সারা বছরই এই পাহাড়ি গ্রামটিকে দেখতে ভিড় করে আসেন পর্যটকরা।

Advertisements