ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন! জরিমানা লাগবে না এটি মানলে

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে প্রায় প্রতিটি বাড়িতেই পৌঁছে গিয়েছে দু’চাকা। শুধু দু’চাকা নয় বাড়িতে বাড়িতে এখন পৌঁছাতে শুরু করেছে চারচাকা। তবে এই সকল যানবাহন রাস্তায় নিয়ে বের হওয়ার আগে গাড়ির চালক অথবা মালিকদের সব সময় বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। সেই সকল নিয়মের মধ্যে রয়েছে গাড়ির কাগজপত্র ঠিক রাখা এবং চালকের ড্রাইভিং লাইসেন্স সঙ্গে থাকা।

কিন্তু অনেকেই রয়েছেন যারা ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) না নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়েন তাদের যানবাহন নিয়ে। এমন পরিস্থিতিতে রাস্তায় কোন ট্রাফিক পুলিশ আপনার পথ আটকায় এবং আপনার কাছে গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইতে পারেন। আপনি সব কাগজপত্র ঠিকঠাক দেখালেও ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারলে আপনাকে জরিমানা দিতে হবে।

তবে এই ধরনের জরিমানার হাত থেকেও সহজেই নিস্তার মেলে। এর জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে। বর্তমানে প্রায় অধিকাংশ মানুষের হাতেই রয়েছে স্মার্টফোন। যারা ড্রাইভিং লাইসেন্স না নিয়েই গাড়ি নিয়ে বের হয়ে যান তাদের নিজের স্মার্টফোনে সরকারি অ্যাপ DigiLocker রাখতে হবে। এই অ্যাপ আপনাকে জরিমানা থেকে বাঁচাতে পারে।

DigiLocker এমন একটি অ্যাপ যাতে বিভিন্ন ধরনের নথিপত্রের সফট কপি ডাউনলোড করে রাখা যায়। বিভিন্ন ধরনের নথিপত্রের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সের সফট কপি ডাউনলোড করে রাখতে পারেন। ডিজি লকার অ্যাপ আপনার ফোনে থাকলে এবং সেই অ্যাপে আপনার ড্রাইভিং লাইসেন্সের সব কপি থাকলে আপনি তা দেখিয়েই জরিমানার হাত থেকে নিস্তার পাবেন।

DigiLocker অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর আপনার আধার নম্বর দিয়ে তা অ্যাক্টিভেট করতে হবে। তারপর সেই অ্যাপের মধ্যে আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্সের সফট কপি ডাউনলোড করে রাখতে হবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়াও অন্যান্য বিভিন্ন নথি ও ডাউনলোড করে রাখা যেতে পারে এই অ্যাপের মধ্যে।