কোটি টাকা দিয়েও অরিজিৎ সিংকে দিয়ে কখনও করানো যাবে না এই কাজ

বলিউডে (Bollywood) বহু তারকার জন্ম হয়েছে। কারুর রাজত্ব চলেছে ১০ বছর তো কেউ কেউ আজও রয়ে গিয়েছে মানুষের মনে। এমনি এক তারকা হলেন অরিজিৎ (Arijit Singh)। তার সুমধুর কন্ঠের জন্য বহু মানুষের মনে খুব কম সময়ের মধ্যে নিজের ছাপ ফেলতে পেরেছেন তিনি। তবে অরিজিৎ যে শুধু কোন নাম নয়, এটা একটা সময়ের নাম। যে সময় শেষ হোক আমরা কেউ চাই না।

কিন্তু তারকা হলেও অরিজিৎ (Arijit Singh), কিন্তু অন্যদের থেকে আলাদা তিনি। তাই তাকে ধরা সম্ভব নয়। তিনি কোটি টাকার সম্পত্তির মালিক তাও সাধারণ জীবনযাপন করতেই পছন্দ করেন তিনি। জিয়াগঞ্জের তার সেই পুরনো বাড়িতেই থাকতে বেশি ভালবাসেন গায়ক। সেখানে তার সঙ্গে রয়েছেন তার বাবা, স্ত্রী ও সন্তান।

একবার এক সাক্ষাৎকারে জনিয়েছিলেন, মুম্বইতে গিয়ে তাঁর অনেক কিছুর অভাব মনে হয়। কখনও মনে হতো, সেখানে গাছ নেই, কখনও মনে হতো সেখানে মাটির গন্ধ নেই। দিনের শেষে নিজের জায়গা নিজেরই হয় বলেই জানান অরিজিৎ।তাই হয়তো বার বার নিজের জন্মভূমি পশ্চিমবঙ্গের এই জিয়াগঞ্জেই ফিরে আসেন দেশের এই জনপ্রিয় গায়ক।

অরিজিৎ আরো জানিয়েছিলেন, কোনও অনুষ্ঠান, ফেস্টিভ্যালে তিনি কোনও মতেই নিজের বাড়ি ছেড়ে অনত্র থাকা পছন্দ করেন না। যে কোনও অনুষ্ঠানে তিনি জিয়াগঞ্জে থাকেন। থাকতে পছন্দ করেন। তাঁর কথায়, এই সময় কোটি কোটি টাকা দিলেও তিনি জিয়াগঞ্জ ছাড়েন না। কারণ হিসেবে জানিয়েছিলেন, তিনি পরিবারের অভাব বোধ করতে চান না। তাই প্রতিটা বিশেষ দিনে তিনি পরিবারের সঙ্গে থাকেন। পরিবারকে সময় দিয়ে থাকেন।

কেরিয়ারের শুরুতে একাধিক ঝড় তাঁর ওপর দিয়ে বয়ে গেলেও এখন তিনিই হাজার হাজার ভক্তের মনে রাজত্ব করছেন। তাঁর অনবদ্য কণ্ঠস্বরে এক কথায় মুগ্ধ সকলেই। অরিজিৎ সিং (Arijit Singh) এর গান ছবির ক্ষেত্রেও এক বাড়তি পাওনা। যে মানুষটির কনসার্টের টিকিট লাখ টাকায় বিক্রি হয়, যাঁর সাক্ষাতের জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। আর সেই মানুষটি ভালোবাসেন তার পরিবারের সান্নিধ্য। যা দেখে মুগ্ধ হয় তার ভক্তরা।