ক্যালেন্ডারের কারসাজিতে দিনবদল পৌষ মেলার

অমরনাথ দত্ত : ২০১৫ সালে ঘটেছিল এমন ঘটনা, ঠিক তার চার বছর পর অর্থাৎ এই বছর আবার সেই ব্যতিক্রমী ঘটনা ঘটতে চলেছে পৌষ মেলায়। ইংরেজি তারিখের নিরিখে এবারও বদল পৌষ মেলার দিন। ২৩ শে ডিসেম্বরের পরিবর্তে এবছর পৌষ মেলা শুরু হচ্ছে ২৪ শে ডিসেম্বর। তবে পৌষ উৎসব, তার ঐতিহ্যবাহী আচার-রীতি সব হবে বাংলা তারিখ মেনেই। ইংরেজি দিনের বদলে তার কোন পরিবর্তন হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পৌষ মেলার আয়োজকরা।

পরিষ্কার ভাবে বললে, পৌষ মেলার শুভ সূচনা হয় রীতি মেনে ৭ই পৌষ। বছরের পর বছর ধরে ৭ই পৌষ হয়ে থাকে ইংরেজি ক্যালেন্ডারের ২৩ শে ডিসেম্বর, যাতেই অভ্যস্ত সাধারণ মানুষ, কিন্তু এবছর ৭ই পৌষ পরছে ইংরেজি ক্যালেন্ডারের ২৪ শে ডিসেম্বর অর্থাৎ একদিন পরে। তাই বিশ্বভারতীর ঐতিহ্য মেনে বাংলা ক্যালেন্ডার ধরেই এবারের পৌষ মেলা শুরু হবে ৭ই পৌষ অর্থাৎ ২৪ শে ডিসেম্বর। এ নিয়ে কোনো রকম বিভ্রান্তি যেন সাধারণ মানুষদের মধ্যে যেন কোন বিভ্রান্তি না হয় তার জন্য আগাম সূচনাও দেওয়া হয়েছে বলে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে।

এবারের পৌষ মেলা হবে চার দিনের। ইংরেজি ক্যালেন্ডারের পরিবর্তনে পৌষ মেলার আচার রীতিতে পরিবর্তন হবে খ্রিস্ট উৎসবের দিনের। বাকি সমস্ত রীতিনীতি পৌষ উৎসবের আদর্শ ও ঐতিহ্য মেনে হবে।

এদিকে মেলার দিনের এই হেরফের প্রায় হয় বলেই মনে করেন শান্তিনিকেতনের অনেক প্রবীণ আশ্রমিকই। তবে প্রবীণ আশ্রমিক স্বপনকুমার ঘােষ বলেন, “এযাবৎকালে এমন না। ঘটলেও খােদ মহর্ষি যে এই পৌষে দীক্ষা নিয়েছিলেন সেই বছরটা ছিল ইংরেজির ১৮৪৩। ইংরেজি দিনটি কিন্তু ছিল ২১শে ডিসেম্বর। এইরকম এর মাঝেও হয়ে থাকতে পারে কোনাে কোনাে বছর। তবে এরকম ঘটনা কয়েক বছর আগেও হয়েছিল।”

তবে পৌষ উৎসবে যে ঐতিহ্য রীতি মেনে উৎসব অনুষ্ঠিত হয় তার দায়িত্ব সামলায বিশ্বভারতী কর্মপরিষদ। সেই কর্মী পরিষদের সাংস্কৃতিক  সুকুমার দাস জানান, “আমরা বিশ্বভারতীর ঐতিহ্য মেনে বাংলা ক্যালেন্ডারের ৭, ৮, ৯ পৌষ মেলা ও উৎসব করে আসছি। ইংরেজি দিনের বদল হলেও উৎসবের কোন বদল হচ্ছে না। উৎসব দিনবদল ঘিরে সংশয় এড়াতে  বিশ্বভারতীর নিজস্ব ওয়েবসাইটে মেলাসংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হবে।”

তবে এই ক্যালেন্ডারের কারসাজিতে কিছুটা হলেও অসুবিধায় পড়েছেন শান্তিনিকেতন এলাকার হােটেল ব্যবসায়ীরা, একই সঙ্গে পর্যটকরাও। বিশ্বভারতী এবারই প্রথম পৌষমেলার স্টল বুকিং থেকে রেনট কালেকশন সবই করছে অনলাইনে তাই ঐ ওযেবসাইটেও তারা আগাম ইংরেজি দিন বদলের বার্তা দেবেন।