সমুদ্রতটে চারিদিকে বরফের ডিম, বিরল থেকে বিরলতম ঘটনা মত অবহবিদদের

নিজস্ব প্রতিবেদন : সমুদ্রতটে চারিদিকে ছড়িয়ে রয়েছে ছোট-বড় সাদা রঙের নানান আকারের ডিম। সূর্যের আলোয় চকচক করছে, আর তাদের উপর আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউ। বোথনিয়া উপসাগরের তীরে ফিনল্যান্ডের হাইলুয়তো দ্বীপের উপকূল জুড়ে এমন ঘটনায় বিস্ময় ছড়িয়েছে আবহবিদদের মধ্যে। তাহলে কি বরফের ডিম! সেই মুহূর্ত দেখেই এক ব্যক্তি ছবি তুলে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যে ছবি ভাইরাল হতেই আন্তর্জাতিক মহলে এখন আলোচ্য বিষয় এটাই।

হাইলুয়তোর মারজানিয়েমির সমুদ্র সৈকতে ৩০ মিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে এমনই হাজার হাজার বরফের ডিম। রিস্তো মাত্তিলা নামে এক ব্যক্তি সেই ডিমের ছবি তুলে তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করেছেন। তিনি জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী মারজানিয়েমির সৈকত ধরে হাঁটার সময় এই ডিমের দেখা পান। ছবি শেয়ার করার পাশাপাশি তিনি এও লিখেছেন, প্রায় ২৫ বছর ধরে তিনি রয়েছেন ফিনল্যান্ডে। কিন্তু এমন দৃশ্য এর আগে কখনও দেখেননি। তিনি বলেছেন, বড় ডিমগুলোর আকার আস্ত ফুটবলের মতো। প্রকৃতির খেয়াল কত বিচিত্র, সত্যিই আশ্চর্য হতে হয়।

ঘটনার পর বিস্ময় ছড়িয়ে আন্তর্জাতিক মহলে। তবে এই বরফ ডিমগুলি আসলে কী? এবিষয়ে ফিনিশ আবহাওয়াবিদ জওনি ভাইনিওর মতে, এগুলি আসলে বরফ। কোনো বরফ ডিম নয়। এরকমটা হয়ে থাকে যখন বরফ জমে শক্ত হয়ে সমুদ্রের নোনা হাওয়ার সংস্পর্শে আসে।

তবে বরফ জমে কেন এমন ডিমের মত অদ্ভুত আকার নিয়েছে তার সঠিক কারণ বা ব্যাখ্যা নেই। আবহাওয়া বিজ্ঞানীরা অনেকেই মনে করছেন, তাপমাত্রা যদি হিমাঙ্কের নীচে থাকে আর একই সঙ্গে জলের তাপমাত্রা ফ্রিজিং পয়েন্টে পৌঁছলে এমন বরফ ডিম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে সৈকতের লবণাক্ত ঢালু জমি, শান্ত ঢেউ ও নোনা হাওয়ার মত উপসর্গও জরুরি। যে কারণেই বরফ জমে এমন চকচকে ডিমের আকার নেয়।

তবে যাই হোক, এই বরফের ডিম তৈরি হওয়ার পিছনে বৈজ্ঞানিক বহু ব্যাখ্যা থাকলেও এমন ঘটনা বিরল থেকে বিরলতম। বহু বছর পর পর এমন দৃশ্য দেখা যায়। তাও আবার পুরোপুরি প্রকৃতির খেয়াল ছাড়া আর কিছুই নয়।