বাড়ি ফাঁকা থাকলেই হানা, ১০ দিনের মধ্যে তিনটি বাড়িতে চুরি

অমরনাথ দত্ত : বোলপুরে ১০ দিনের মধ্যে একই এলাকার তিনটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বাড়ি ফাঁকা থাকলেই সেখানে হানা দিচ্ছে চোরের দল। এই ঘটনার জেরে প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। বোলপুর শান্তিনিকেতন এলাকায় তিন কিলোমিটারের মধ্যে রয়েছে তিনটি থানা। কিন্তু তারপরও বারবার চুরির ঘটনা ঘটছে।

প্রায় ১০ দিন আগে ভুবনডাঙ্গার সুকান্তপল্লীর সৌমেন মিত্রের বাড়িতে চুরি হয়। তারপর ২৪শে নভেম্বর সুকান্তপল্লীতে অ্যাডিশনাল ডিসটিক সাব রেজিস্ট্রারের ভাড়া বাড়িতে চুরি হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বুধবার সুকান্তপল্লীর সুমনা দাসের বাড়িতে চুরির ঘটনা সামনে এলো। পরপর এই ধরনের চুরির ঘটনায় একদিকে যেমন ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের, তেমনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন এলাকার বাসিন্দারা।

বোলপুর মহাকুমার পুলিশ আধিকারিক অভিষেক রায়ের বক্তব্য, বিগত দিনগুলিতে বোলপুর শহরে যে সমস্ত চুরির ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আটটি কেসের চুরির কিনারা হয়েছে এবং প্রায় ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার সাথে শহরের রাত্রের নিরাপত্তা বাড়ানো হয়েছে।এছাড়া সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নজরদারি চালানো হচ্ছে। মাত্র কয়েকদিনের মাথায় যে চুরির ঘটনাগুলি ঘটছে সেগুলো সম্পূর্ণ নতুন, তাদেরও তদন্ত শুরু করেছে পুলিশ।