ঝড়ের দাপটে ব্যাপক ক্ষতি তিন তিনটি পূজা মন্ডপের

নিজস্ব প্রতিবেদন : বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়ে রেখেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এভাবে ঝড়ের দাপটে ভেঙে পড়বে পূজামণ্ডপ তা কেউ ভেবে উঠতে পারেননি। মহাষ্টমীর রাতে ক্ষতির সম্মুখীন মহঃবাজারের তিন তিনটি পূজামণ্ডপ।

মহাষ্টমীর রাতে হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা দেয় বীরভূমের বিস্তীর্ণ এলাকায়। পাশাপাশি ঘূর্ণিঝড়ের আবহ তৈরি করে। ঘূর্ণিঝড়ের সেই দমকা হাওয়ায় ভেঙে পড়ে মহঃবাজারের সংগঠন ক্লাব এবং স্পোর্টিং ক্লাবের মণ্ডপে আসার মূল লাইটের গেট। অন্যদিকে কুলিয়া সার্বজনীন দুর্গোৎসবের পূজা মন্ডপ ও প্যান্ডেল ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত। পুজোর এখনো বাকি রয়েছে নবমী ও দশমী, আর তার আগেই এমন ক্ষতির সম্মুখীন হয়ে পুজো উদ্যোক্তাদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে।

ক্লাব কর্তাদের বক্তব্য অনুযায়ী, গতকাল রাতে ক্ষণস্থায়ী ঝড়ের দাপটে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন এই তিনটি ক্লাব। ভেঙে পড়েছে লাইটিং গেট, ক্ষতিগ্রস্ত পুজোর প্যান্ডেল।

তাদের আরও দাবি, গ্রাম্য এলাকার এই পুজো মন্ডপগুলি তৈরি করতে যে খরচ হয়েছিল তা ক্ষতির সম্মুখীন হওয়ায় এখন তাদের পক্ষে নতুন করে কিছু করার মতো আর্থিক স্বচ্ছল অবস্থা নেই। তাই আগামী দুদিন কিভাবে পূজো পরিচালনা হবে তা নিয়ে তারা দুশ্চিন্তায়।

গতকাল রাতে দমকা হাওয়ায় ভেঙে পড়া লাইট গেট এবং পূজা মন্ডপের অংশ নিলে প্রতিটি ক্লাবের ক্ষতির পরিমাণ তিন লক্ষাধিক টাকা বলে ক্লাব সূত্রে জানা গিয়েছে।