হুট করে পায়ের তলা থেকে সরে গেল মাটি, পড়লেন একের পর এক

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সামান্য অসাবধানতা আমাদের জীবনে নিয়ে আসে নানান বিপদ। তবে অনেক ক্ষেত্রে আবার সাবধানতা অবলম্বন করলেও সেই সকল বিপদ এড়ানো যায়না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটিতে এমনটাই লক্ষ্য করা গিয়েছে।

Advertisements

ভাইরাল হওয়া ওই ভিডিওটি একটি পেট্রোল পাম্পের। যেখানে দেখা যায় হঠাৎ পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মত মেঝে ভেঙে পড়েছে। সেই মেঝে যে ভেঙে পড়ার কারণে এক ব্যক্তি নিচে পড়ে যান এবং তাকে বাঁচাতে গিয়ে একের পর এক ব্যক্তিকে পড়তে লক্ষ্য করা যায়। ভিডিওটি মাত্র কয়েক সেকেন্ডের হলেও সোশ্যাল মিডিয়ার দর্শকদের আলাদা ভাবে নজর কেড়েছে এবং কয়েক লক্ষ ভিউ টেনেছে।

Advertisements

ভাইরাল হওয়া ওই ভিডিওটি একটি সিসিটিভি ক্যামেরার। যেখানে দেখা যাচ্ছে পেট্রোল পাম্পের পাম্প মেশিনের পাশে ফোনে কথা বলছেন এক ব্যক্তি। ফোনে কথা বলতে বলতে এদিক ওদিক যাতায়াত করতে হঠাৎ তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। মেঝে সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই গর্তে ওই ব্যক্তি পড়ে যান। আর তৎক্ষণাৎ পাশে থাকা ব্যক্তিরা তাকে উদ্ধার করতে এলে তারা একের পর এক গর্তে পৌঁছে যান।

Advertisements

এই ঘটনায় মোট তিন জনকে ওই গর্তে পড়ে যেতে লক্ষ্য করা যায়। শেষমেষ পাশ থেকে দুজন এসে তাদের একে একে উদ্ধার করেন। তবে ওই পেট্রলপাম্পের মধ্যে কেন এমনটা ঘটল তা সম্পর্কে কিছু জানা যায়নি। কিভাবে হঠাৎ এই মেঝে ভেঙ্গে পরলো তা নিয়েও সংশয় রয়েছে।

এমনিতে পেট্রোল পাম্পে তেল সংরক্ষণ করে রাখার জন্য মাটির নিচে রিজার্ভার তৈরি করা হয়। পাশাপাশি জলের রিজার্ভার থাকে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। তাই বলে সেই রিজার্ভার এত দুর্বল হতে হবে যার ওপর দিয়ে কেউ হাঁটাচলা করলেই ভেঙ্গে পড়বে! এই নিয়েই প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ার দর্শকরা।

Advertisements