একেই বলে ট্রিপল ধামাকা! বিমানবন্দরের ধাঁচে তিনটি স্টেশন সাজবে জলপাইগুড়িতে

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে প্রতিনিয়ত যাত্রীদের সমস্ত রকম সুযোগ-সুবিধা, নিরাপত্তা সহ অন্যান্য পরিষেবা দেওয়ার চেষ্টা চালানো হয়। প্রতিদিন দেশের হাফ কোটির বেশি মানুষ ট্রেনের ওপর নির্ভর করে যাতায়াত করার কারণে ভারতীয় রেল যেমন গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে ঠিক সেই রকমই রেলেরও দায়িত্ব দিন দিন বাড়ছে। দায়িত্ব দিন দিন বাড়ার কারণে এবার রেল বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তাদের পরিষেবাকে আরও উন্নত করার জন্য।

ভারতীয় রেলের তরফ থেকে অমৃত ভারত স্টেশন যোজনা আওতায় বিভিন্ন স্টেশনকে আধুনিকতার ছোঁয়া দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই সকল পরিকল্পনা অনুযায়ী ইতিমধ্যেই বিভিন্ন স্টেশনে কাজ শুরু হয়ে গিয়েছে। দেশের বিভিন্ন স্টেশনের পাশাপাশি পশ্চিমবঙ্গের তিনশোর কাছাকাছি রেলস্টেশন এই প্রকল্পের আওতায় সেজে উঠবে। তবে এরই মধ্যে ট্রিপল ধামাকা রয়েছে জলপাইগুড়ি জেলার জন্য।

জলপাইগুড়ির তিনটি রেল স্টেশন অমৃত ভারত স্টেশন যোজনা প্রকল্পের আওতায় সেজে উঠবে, এমনটাই জানা গিয়েছে রেল সূত্রে। জলপাইগুড়ি জেলার যে তিনটি স্টেশন অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় সেজে উঠতে চলেছে সেই তিনটি স্টেশন হলো ধুপগুড়ি, জলপাইগুড়ি রোড এবং নিউ মল জংশন। স্টেশন সাজিয়ে তোলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি রেলের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে এই তিনটি স্টেশন জায়গা পেয়েছে।

এই তিনটি স্টেশনকে সাজিয়ে তোলার প্রথম পদক্ষেপ হিসাবে স্টেশন চত্ত্বরকে আরও চওড়া করা হবে। এর পাশাপাশি রাখা হবে অত্যাধুনিক ভিআইপি ওয়েটিং রুম, চওড়া ফুট ওভার ব্রিজ। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ফুট ওভারব্রিজের দুই ধারে লিফটের ব্যবস্থা করা হবে। এছাড়াও এই সকল স্টেশনগুলিতে আগামী দিনে দূরপাল্লার অনেক ট্রেন স্টপেজ দেওয়ার ব্যবস্থা করা হবে।

উত্তর-পুর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনাল ম্যানেজার দিলীপ কুমার সিং এই প্রসঙ্গে জানিয়েছেন, ধুপগুড়ি স্টেশনকে সাজিয়ে তোলার জন্য ইতিমধ্যেই টেন্ডার খোলা হয়েছে। এই স্টেশনটি সাজানোর জন্য ২৫ থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও জলপাইগুড়ি রোড এবং নিউ মল স্টেশন সাজানো হবে। প্রতিটি স্টেশনকে আধুনিকতার ছোঁয়া দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা করা হবে।