প্রাথমিক বিদ্যালয়ে পর পর তিনবার চুরি, প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন

অমরনাথ দত্ত : বীরভুমের বোলপুর থানার অন্তর্গত অর্জুনলাল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে রান্না ঘরের দরজা ভেঙে মিড ডে মিলের আসবাবপত্র চুরি। তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে দুবার। এবারের চুরির ঘটনা তৃতীয়বার। বারবার চুরির ঘটনায় প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্কুলের প্রধান শিক্ষিকা ও অন্যান্যরা।

ওই বিদ্যালয়ের মিড ডে মিলের রাঁধুনি বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ রান্না ঘরের চাবি নিয়ে রান্নাঘর এলে দেখতে পান রান্নাঘর থেকে গ্যাসের ওভেন, বাসনপত্র সমস্ত কিছু চুরি হয়ে গিয়েছে। এরপর তিনি স্কুলের প্রধান শিক্ষিকাকে খবর দেন। ওই রাধুনির প্রশ্ন, বারবার চুরি হওয়া সত্বেও কেন কোন রকম ব্যবস্থা গ্রহণ হচ্ছে না।

স্কুলের প্রধান শিক্ষিকা কেয়া মিত্র জানান, “আজকের চুরির ঘটনা এই প্রথম নয়। এর আগেও দু’বার চুরি হয়েছে, স্কুল থেকে চুরি গিয়েছে প্রজেক্টর, কম্পিউটারের মত লক্ষ লক্ষ টাকা দামী জিনিসপত্র। তার পরেও আবার চুরি। কেন বারবার এমন চুরির ঘটনা ঘটছে স্কুলের মধ্যে, কেন চুরি জন্য বেছে নেওয়া হচ্ছে স্কুলকেই।”

এরপরেই তাঁর অভিযোগ, “বারবার এইভাবে চুরির ঘটনা ঘটলেও কোন রকম ব্যবস্থা গ্রহণ হচ্ছে না। চোর ধরা পড়লেও ছাড়া পেয়ে যাচ্ছে। এখন আমরা নিরুপায়। চোরেদের উপদ্রবে বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না বন্ধ।”

প্রসঙ্গত ওই স্কুলের প্রধান শিক্ষিকা সবেমাত্র দেড় বছর স্কুলে এসেছেন। আর তার মধ্যেই তিনবার চুরির ঘটনা ঘটেছে। এই নিয়ে তিনি বিরক্ত যে পদ ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।