পুরাতন Aadhaar Card কি বাতিল হতে চলেছে, যা জানালো UIDAI

নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি UIDAI এর তরফ থেকে নতুন রূপে নতুন ধরনের আধার কার্ড (Aadhaar Card) আনা হয়েছে। যেগুলি হল PVC Aadhaar Card। কিন্তু এই আধার কার্ড সম্বন্ধে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানান ধরনের বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। আর এই সকল বিভ্রান্তির মধ্যে সবথেকে বড় বিভ্রান্তি হিসাবে ছড়িয়ে পড়েছে যে পুরাতন যে সকল Aadhaar Card রয়েছে সেগুলি বাতিল হয়ে যাবে। কিন্তু এর সত্যতা কতটা?

এমন বিভ্রান্তি ছড়িয়ে পরার ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ PVC Aadhaar Card অর্ডার করছেন অনলাইনে। আর এই PVC Aadhaar Card এর জন্য খরচ ৫০ টাকা। আর এই সকল বিভ্রান্তি নিয়েই এবার আধার প্রস্তুতকারী সংস্থা UIDAI এর তরফ থেকে বিবৃতি দেওয়া হলো।

UIDAI এর তরফ থেকে বুধবার টুইট করে জানিয়ে দেওয়া হল, PVC আধার কার্ড জারি হওয়ার জন্য পুরাতন আধার কার্ড বাতিল হচ্ছে না। তিন ধরনের আধার কার্ড অর্থাৎ PVC, Letter, eAadhaar বৈধ থাকবে। সুতরাং তাড়াহুড়ো করে PVC আধার কার্ডের অর্ডার দেওয়ার কোনো প্রয়োজন নেই।

পাশাপাশি UIDAI এর তরফ থেকে জানানো হয়েছে, PVC আধার কার্ড আনা হয়েছে সহজভাবে বহন করার জন্য। PVC আধার কার্ডে রয়েছে হলোগ্রাম, Guilloche Pattern, ঘোস্ট ইমেজ ও মাইক্রোটেস্টের মতো লেটেস্ট সিকিউরিটি ফিচার্স৷ তবে এই ধরনের আধার কার্ডের জন্য পুরাতন কোন আধার কার্ড বাতিল হচ্ছে না।