আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের ৯ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন : তীব্র দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রার সর্বোচ্চ পারদ ছুঁয়েছে ৪০ এর কাছাকাছি। তবে এরই মাঝে কিছুটা হলেও স্বস্তির খবর দিলো হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের ৯ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দিল হাওয়া অফিস।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার ভোররাত থেকে কলকাতা সহ কলকাতা পার্শ্ববর্তী একাধিক জেলায় ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় কালবৈশাখীর দেখা মিলতে পারে। চলতি মরসুমে কলকাতায় তেমন কোনো কালবৈশাখীর দেখা মেলেনি। যে কারণে প্রতিনিয়ত তিলোত্তমার তাপমাত্রা বেড়েই চলেছে।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দিন কয়েক ধরে দখিনা বাতাসের গতি বাড়ার কারণে দক্ষিণবঙ্গে বিপুল পরিমাণে জলীয় বাষ্পের সঞ্চার হয়েছে। যার জেরে বুধবার ভোর রাত থেকে ঝড়-বৃষ্টি সহ কালবৈশাখীর দেখা মেলার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও দেখা দিয়েছে।

[aaroporuntag]
যেসকল জেলাগুলির ক্ষেত্রে এই সম্ভাবনা তৈরি হয়েছে সেই সকল জেলাগুলি হল উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর। তবে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সকল জেলায় বুধবার ঝড় বৃষ্টির পূর্বাভাস নেয়। এই সকল জেলাগুলির মধ্যে বীরভূমে ২৯ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে শ্রীনিকেতন হওয়া অফিস।