অনুব্রত সভায় নেচে মাত মহিলা কর্মীদের, পাল্টা পরিবর্তন যাত্রায় নাচ বিজেপির

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের আগে যেন নতুন অধ্যায় রচনা হচ্ছে বঙ্গ রাজনীতিতে। রাজনৈতিক প্রচারের পাশাপাশি এবার নাচের তালে মজে উঠতে দেখা গেল বিজেপি ও তৃণমূল দুই পক্ষের কর্মী-সমর্থকদের। অনুব্রতর ‘খেলা হবে’ গানে মঙ্গলকোটে তৃণমূল মহিলা কর্মী সমর্থকদের নাচতে দেখা যাচ্ছে। পাল্টা হিসেবে বিজেপি পরিবর্তন যাত্রায় বিজেপি মহিলা কর্মীদেরও কোমর দোলাতে দেখা গেল বোলপুরে।

শুক্রবার মঙ্গলকোটের মাথরুন হাইস্কুল মাঠে তৃণমূলের তরফ থেকে মহিলা কর্মী সমর্থকদের নিয়ে জনসভার আয়োজন করা হয়। যে জনসভার মূল কেন্দ্রবিন্দু ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর এই সভায় অনুব্রত মণ্ডল দুইজন শিল্পীকে নিয়ে যান গান করানোর জন্য। আর সেই শিল্পীদের দিয়েই মঞ্চে গান করান অনুব্রত মণ্ডল। ‘খেলা হবে’ কবে থেকে শুরু করে তৃণমূলের প্রচারমূলক একাধিক লোকসংগীত গান গাওয়া হয় এই মঞ্চে। আর এই গানের তালে তালে কোমর দোলাতে দেখা যায় তৃণমূল মহিলা কর্মী সমর্থকদের।

এ প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, “মহিলারা সবসময় বাড়িতে থাকেন। রান্না বান্না কাজকর্ম নিয়ে পড়ে থাকেন। আর ওদের জন্য শুধু মিটিং-মিছিল করবো তা নয়। ওদের একটু এনজয় দেওয়ার জন্য এই গান বাজনার আয়োজন করেছি।”

[aaroporuntag]
অন্যদিকে শনিবার বিজেপির মহিলা কর্মীদেরও গানের তালে তালে কোমর দোলাতে দেখা গেল বোলপুরে। এদিন বোলপুরে ছিল বিজেপির পরিবর্তন যাত্রা। আর সেই পরিবর্তন যাত্রাকে ঘিরেই বিজেপির মহিলা কর্মীরা নাচ গানে মেতে ওঠেন। আর এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন গান বাজনার মধ্য দিয়েই যেন বঙ্গ রাজনীতি এখন নতুন অধ্যায়ে মেতে উঠেছে।