বিজেপি কর্মীদের উপর চড়াও তৃণমূল, পাল্টা অভিযোগ তৃণমূলের

লাল্টু : দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েতের কুমারসির্সা গ্রামে বিজেপি কর্মীদের উপর তৃণমূল কর্মীদের চড়াও হওয়ার অভিযোগ বিজেপির। ঘটনায় ৬ জন বিজেপি কর্মী আহত। যাদের মধ্যে রয়েছেন ১ জন মহিলা। আহতদের দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিউড়ি হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে চলছে চিকিৎসা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন দুবরাজপুর থানার বিশাল পুলিশবাহিনী।

বিজেপির দুবরাজপুর ব্লকের ব্লক সভাপতি পবিত্র চক্রবর্তীর অভিযোগ, “গতকাল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল দুবরাজপুর ব্লকে একটি সভা করেন। সেই সভা থেকে তিনি তাঁর কর্মীদের নির্দেশ দেন বিজেপি এবং সিপিআইএম কর্মীদের যে করে হোক দলে আনতে হবে। তারপর থেকেই বিজেপি কর্মীদের উপর চড়াও হওয়া শুরু হয়। এলাকার বিভিন্ন জায়গায় যে সমস্ত বিজেপির পতাকা লাগানো ছিল সেগুলো ছিঁড়ে ফেলা হয়।”

যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। বরং তাদের রয়েছে পাল্টা অভিযোগ। ওই গ্রামের রফিউল হোসেন খান নামে এক তৃণমূল নেতার দাবি, “বিজেপির বেশ কিছু সমর্থক একটি পুকুরে মাছ চুরি করতে যায়। আমাদের পঞ্চায়েত সদস্য পলাশ সেই ঘটনার প্রতিবাদ করে। প্রতিবাদ করার কারণে তার উপরই চড়াও হয় বিজেপি কর্মীরা। আমরা এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানাবো।”

অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম বীরভূমের দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েতের কুমারসির্সা গ্রাম। প্রসঙ্গত গতকাল ব্লক ভিত্তিক তৃণমূলের একটি কর্মীসভা ছিল দুবরাজপুর পৌরসভার ক্রীড়াঙ্গনে। তারপরেই এই এলাকায় তৃণমূল-বিজেপি একে অপরের চড়াও হওয়ার অভিযোগ পাল্টা অভিযোগে আনতে শুরু করে।