উপনির্বাচনে জয়ের পর সরগরম রাজনীতি, বীরভূমে আহত দুপক্ষের ৯ জন

লাল্টু : গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভা কেন্দ্র খড়গপুর, করিমপুর ও কালিয়াগঞ্জের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। ফলাফল অনুযায়ী এই তিনটি জায়গায় বিজেপিকে পর্যদুস্ত করে তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করে। এরপরেই ফের একবার সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি, বীরভূমে বিজেপি ও তৃণমূল দুইপক্ষের সংঘর্ষে আহত ৯। যাদের কয়েকজনকে প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে পরে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনা বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত পদুমা গ্রাম পঞ্চায়েতের বসহরি গ্রামে।

বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, “গতকাল উপ নির্বাচনে জয়লাভের পর তৃণমূলের হার্মাদ বাহিনি বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালায়। তাদের পায়ের নিচের মাটি এই মুহুর্তের সরে গেছে। তাই তারা উপ নির্বাচনে জয় লাভের পর সেই মাটি ফিরে পেতে বিজেপি কর্মীদের উপর চড়াও হচ্ছে। আক্রমণের এই ঘটনায় আমাদের ছয় জন কর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।”

অন্যদিকে এই অভিযোগকে অস্বীকার করে তৃণমূলের তরফ থেকে পাল্টা অভিযোগ, “পূজাকে কেন্দ্র করে এই লড়াই। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলায় আমাদের তিনজন তৃণমূল কর্মী গুরুতর আহত। আর যারা বিজেপির আহত হয়েছে বলে দাবি করছে তারা হোঁচট খেয়ে পড়ে গিয়ে আহত হয়েছে। তাদের উপর কেউ আক্রমণ চালায় নি।”