অনুব্রত মণ্ডলের খাস তালুকে বিজেপি তৃণমূল সংঘর্ষে চলল গুলি, মৃত ১ মহিলা

অমরনাথ দত্ত : ফের খবরের শিরোনামে নানুর। সোমবার দুপুরে অনুব্রত মণ্ডলের গ্রামের বাড়ি নানুরের হাটসেরান্দি গ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত এলাকা। সংঘর্ষ ঘিরে চললো গুলি, দুষ্কৃতীদের গুলিতে মৃত এক মহিলা। ঘটনার পর গ্রামে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী।

বিজেপি কর্মী সন্দেহে ওই গ্রামের পাশের পাড়ার মালপাড়ার ৮-১০ জন তৃণমূল দুষ্কৃতী এসে পশ্চিম পাড়ায় এসে আক্রমণ চালায়। চলে গুলি। ঘটনায় পশ্চিমপাড়ার বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুলিতে মৃত্যু হয়েছে এক মহিলার। ঘটনার পর এলাকার বাসিন্দারা ওই মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ বারংবার বোঝানো সত্ত্বেও তারা দেহ তুলতে দিচ্ছে না। গ্রামবাসীদের দাবি যতক্ষণ না দোষীদের ধরা হচ্ছে ততক্ষণ দেহ তুলতে দেওয়া হবে না।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ঘটনায় এক দল আরেক দলকে দোষারোপ করতে শুরু করেছে। ইতিমধ্যে পুলিশ দেহ তুলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

মৃত মহিলার আত্মীয় বৈদ্যনাথ বাগদি জানান, “মালপাড়ার খুদু বাগদি, কালাম বাগদি, সন্তোষ বাগদি, রঘুনাথ বাগদি, মেনকা বাগদি, মিলন বাগদি আরো কয়েকজন দল বেঁধে বন্দুক, আরো অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমাদের উপর হামলা চালায়। তারপর আমাদের কয়েকজনকে মারধর করে শংকরী বাগদীকে গুলি করে দিয়ে চলে যায়। গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।”