এলাকার রাশ নিজেদের দখলে রাখাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ

অমরনাথ দত্ত : ইলামবাজার থানা অন্তর্গত শীর্ষা অঞ্চলে শীর্ষা গ্রামে পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয় এলাকা। ঘটনায় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বাড়ি। যদিও এই সংঘর্ষের ঘটনা নিয়ে দুই রাজনৈতিক দল একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বৈকাল বেলায় ওই গ্রামে তৃণমূলের কিছু কার্যকর্তা পতাকা টাঙ্গাচ্ছিলো। ঠিক সে সময় বিজেপির একটি মিছিল শুরু হয় গ্রামে। এরপর এই দুই রাজনৈতিক দলের মধ্যে বচসা থেকে গ্রামজুড়ে শুরু হয় ভাঙচুর, লুটপাট। স্থানীয় তৃণমূল পার্টি অফিসেও ভাঙচুর চালানোর অভিযোগ বিজেপি’র বিরুদ্ধে।

যদিও এই ভাঙচুর এবং লুটপাট চালানোর ঘটনাকে অস্বীকার করে বিজেপি নেতৃত্বের জানায়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই এই লড়াই। আর তার জেরেই পার্টি অফিস এবং তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুর হয়েছে। এখানে বিজেপির কোন সম্পর্ক নেই, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বকে বিজেপির ঘাড়ে চাপানোর চেষ্টা চালাচ্ছে।

ঘটনার খবর পেয়ে গতকাল রাতেই এলাকায় পৌঁছায় ইলামবাজার থানা পুলিশবাহিনী। গতকাল এলাকা উত্তপ্ত থাকলেও রবিবার সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে।