বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ, এলাকায় বোমাবাজি

অমরনাথ দত্ত : বিশ্বকর্মা পুজোর মাইক বাজানোকে কেন্দ্র করে শুক্রবার রাতে দুই রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি সমর্থকরা লড়াইয়ে জড়িয়ে পড়লো। ঘটনায় আহত দুই বিজেপি কর্মী, যাদের একজনকে বোলপুর সুপার স্পেশালিটিতে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইলামবাজার থানার কয়ড়া গ্রামে বিজেপি এক সমর্থককের সাইকেলের দোকানে বিশ্বকর্মা পুজো উপলক্ষে গান বাজিয়ে আনন্দ করার মুহূর্তে বেশকিছু তৃণমূল সমর্থক ওই বিজেপি সমর্থকের সাইকেলের দোকানে চড়াও হয়। তারপর দুই পক্ষের মধ্যে শুরু হয় লড়াই। তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি সমর্থকদের মারধর করার। ঘটনায় লকাই হেমব্রম নামে এক বিজেপি সমর্থক গুরুতর আহত অবস্থায় বোলপুর সুপার স্পেশালিটিতে চিকিৎসাধীন। আরও এক বিজেপি সমর্থক ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।

ঘটনার পরিপ্রেক্ষিতে এক বিজেপি সমর্থক রমেশ বাগদি জানান, “আমরা বিজেপি করি বলেই আমাদের উপর হামলা চালিয়েছে। লাঠিসোটা দিয়ে মারধরের পাশাপাশি এলাকায় ব্যাপক বোমাবাজি করা হয়। তিন চারটি বাড়িতে ভাঙচুর চালানো হয়।”

বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে এই অশান্তির জেরে মারধরের ঘটনায় বিজেপি সমর্থকরা তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুললেও তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে নিজেদের মধ্যে লড়াই বলেই দাবি করেছেন। তাদের দাবি, নিজেদের মধ্যে মদ খেয়ে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি সমর্থকরা।

ঘটনার খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তী কোনোরকম অশান্তি যাতে না হয় তার জন্য ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।