বিজেপি তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র পাঁড়ুই, ব্যাপক বোমাবাজি, পুলিশের শূন্যে গুলি

অমরনাথ দত্ত : গতকাল রাত থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের পাঁড়ুই থানার অন্তর্গত শিমুলিয়া গ্রাম। দুই রাজনৈতিক দলের সংঘর্ষে দুটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলে ভষ্মিভূত বাড়ি দুটি। এলাকায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

বিজেপির অভিযোগ বিজেপি কর্মী সবুর শেখ গতকাল বিজেপির প্রতিনিধিদলের সাথে ইলামবাজারের কয়ড়া গ্রাম গিয়েছিলেন। তারপরই রাতে শিমুলিয়া গ্রামের বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দুটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।

যদিও তৃণমূল সেই অভিযোগটি অস্বীকার করে জানিয়েছে, বিজেপি কর্মীরাই তাদের কর্মী মিলন শেখের উপর হামলা চালায় এবং তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

একে অপরের বিরুদ্ধে অভিযোগের উত্তপ্ত গোটা এলাকা। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এলাকায় নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করছে বলে জানা গিয়েছে। অন্যদিকে পুলিশ ও তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুঁড়ছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই মুহূর্তে দুই রাজনৈতিক দলের সংঘর্ষ শিমুলিয়া গ্রাম ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী বেলুটি এবং পলসা গ্রামেও।

পুলিশের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে ধানক্ষেত জমি। সেই জমির পরেই রয়েছে জঙ্গল, সেখান থেকেই দুষ্কৃতীরা বোমাবাজি করছে। যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উঠে পড়ে লেগেছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে একইভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল বীরভূমের পাঁড়ুই থানার বিস্তীর্ণ এলাকা। আর আবার নতুন করে ২০১৯ সালের এই দৃশ্য যেন ২০১৪ সালের প্রতিচ্ছবি।