শাসকদলের জেলা কমিটির বৈঠক, তুঙ্গে সাংগঠনিক রদবদলের জল্পনা

লাল্টু : একুশের বিধানসভা নির্বাচনে শাসকদল তৃণমূল আগের তুলনায় আরও বেশি ক্ষমতা নিয়ে প্রত্যাবর্তন করেছে। নির্বাচনের আগে দলীয় নেতা নেত্রীদের ক্ষোভ-বিক্ষোভের মাঝে তাদের এই ফলাফল নজর কেড়েছে বঙ্গ রাজনীতির। তবে এর পাশাপাশি একাধিক জায়গায় ফুলে-ফেঁপে উঠেছে গেরুয়া শিবির। তাদের এই ফুলে-ফেঁপে ওঠা বহু ক্ষেত্রেই অপ্রত্যাশিত বলে মনে করছেন শাসক দলের নেতাকর্মীরা। কোথায় খামতি, কেন বেশ কিছু এলাকায় তৃণমূলের ভোটে কোপ পড়লো, এসব নিয়ে শুরু হয়েছে পর্যালোচনা। আর এই সকল পর্যালোচনায় পরিপ্রেক্ষিতেই বীরভূমে বসতে চলেছে জেলা কমিটির বৈঠক। যে বৈঠক ঘিরে সাংগঠনিক রদবদলের জল্পনা তুঙ্গে হয়ে উঠেছে।

আগামী কাল অর্থাৎ ২০ তারিখ তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির বৈঠক বসতে চলেছে বোলপুরে। সেই বৈঠকে বিধানসভা নির্বাচনের নিরিখে যেসব বিধানসভা এলাকায় তৃণমূল পিছিয়ে রয়েছে সেই সব এলাকায় রদবদলের সম্ভাবনা রয়েছে। বীরভূমে ১১টি বিধানসভার মধ্যে ১০টিতে জয়লাভ করেছে তৃণমূল, আর দুবরাজপুর বিধানসভা জয়লাভ করে বিজেপি। বিশেষ করে দুবরাজপুর বিধানসভা এলাকার দুবরাজপুর শহর, দুবরাজপুর ব্লক এবং খয়রাশোল ব্লকের যেসব বুথে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। সেই সব বুথের দায়িত্বে থাকা সভাপতিদের রদবদলের সম্ভাবনা রয়েছে প্রবল।

এছাড়াও দুবরাজপুরের বেশ কয়েকটা গ্রাম পঞ্চায়েত এলাকায় অঞ্চল কমিটি পরিবর্তন হওয়ার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিবর্তন হওয়ারও সম্ভাবনা রয়েছে। দুবরাজপুর শহরের যেসব বুথে তৃণমূল কংগ্রেস ভোটে পিছিয়ে আছে সেইগুলি পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা। গত কয়েকদিন আগে দুবরাজপুরে এসে এমনই ইঙ্গিত দিয়েছিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

মূলত আগামী পৌরসভা ও লোকসভা নির্বাচনে দলকে আরও শক্তিশালী করতে নতুন প্রজন্মকে তুলে আনতে চাইছে তৃণমূল কংগ্রেস। তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠা নিয়ে সরকার আসার ফলে দলকে আরও শক্তিশালী করতে চাইছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, “বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে আসন্ন পৌরসভা নির্বাচনে যাতে যে সকল জায়গায় ফাঁকফোকর রয়েছে সে সকল জায়গাগুলিকে মেরামতি করা যায় তার জন্য তৃণমূল স্তর থেকে পদাধিকারীদের রদবদলের সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি চাইছেন নতুন যুব মুখ এনে সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার।”

তৃণমূলের সাংগঠনিক রদবদলে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে তা প্রসঙ্গে দুবরাজপুর বিধানসভায় বিজেপির বিধায়ক অনুপ সাহা জানিয়েছেন, “ওরা ওদের সাংগঠনিক রদবদলে করছে তাতে আমাদের কিছু বলার নেই। তবে এই এলাকায় ভোটে হেরে তারা তাদের নিজেদের কর্মীদের উপরেই ভরসা হারিয়েছে। তৃণমূল যতই সাংগঠনিক পরিবর্তন করুক না কেন আসন্ন পৌরসভা নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করবে। কারণ আমরা মানুষের জন্য কাজ করছি এবং করে যাবো।”