বিদ্যুতের বাতি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ নানুরে

অমরনাথ দত্ত : আবারও খবরের শিরোনামে বীরভূমের নানুর। আর এবার বিদ্যুতের বাতিকে কেন্দ্র করে বীরভূমের নানুর থানার অন্তর্গত করিমপুর গ্রামে শুরু হয় রাতভর বোমাবাজি। সংঘর্ষে জড়িয়ে পড়ে এলাকার তৃণমূলের দুই গোষ্ঠী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল এলাকায় বিদ্যুতের বাতি লাগানোকে কেন্দ্র করে শুরু হয় বাদানুবাদ। পরে রাতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য নজরুল মন্ডল এবং তৃণমূল নেতা কান্ত শেখের অনুগামীদের মধ্যে লড়াই শুরু হয়। দুই গোষ্ঠীর লড়াইয়ে এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ।

যদিও, ঘটনায় দুই পক্ষই একে অপরের ঘাড়ে দোষ ছাপিয়েছে। অন্যদিকে আবার একপক্ষ অন্যপক্ষকে বিজেপি করে বলে অভিযোগ তুলেছে। আর অন্যপক্ষের দাবি, ‘আমরা ওরা সবাই তৃণমূল করি।’

ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায় নানুর থানার পুলিশ। তারপর থেকেই এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। সকাল থেকে এলাকার পরিস্থিতি সামাল দিতে পুলিশি টহলদাড়ি চলছে, পাশাপাশি ঘটনার সাথে যুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।