পুরাতন কয়েনের ব্যবসা ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত সাঁইথিয়া, বোমাবাজি, মৃত এক তৃণমূল কর্মী

চন্দন কর্মকার : ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বীরভূম। বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত কল্যাণপুর গ্রাম তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় সেখ ইনসান নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর।

তৃণমূলের নেতা তাহিরুল ও মুর্তাজার গোষ্ঠীর মধ্যে এই লড়াই। লড়াইকে ঘিরে ব্যাপক বোমাবাজি হয়। ঘটনায় গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৬ বছর বয়সী সেখ ইনসান নামে এক যুবকের বলে খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় পুরাতন কয়েনকে কেন্দ্র করে দীর্ঘদিন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ। সেই বিপদ আজ মারাত্মক আকার ধারণ করলে সকাল থেকে শুরু হয় ব্যাপক বোমাবাজি। চলে গুলিও। আর সেই লড়াইয়েই মৃত্যু হয় ওই যুবককের।

পরিস্থিতি সামাল দিতে গ্রামে পৌঁছেছে সাঁইথিয়া থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত গ্রামে বোমা গুলির লড়াই চলছে বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে সিউড়ি থেকেও বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়েছে ঘটনাস্থলে।