পঞ্চায়েতের টেন্ডার ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ

চন্দন কর্মকার : বীরভূমের সাঁইথিয়া ব্লকের মাঠপলসা গ্রাম পঞ্চায়েতের একটি ৪২ লক্ষ টাকার টেন্ডারে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব থেকে শুরু হয় হাতাহাতি। এই বিপুল পরিমাণ অর্থের টেন্ডার ওই গ্রাম পঞ্চায়েতর বিভিন্ন এলাকায় রাস্তার মেরামতির কাজের জন্য ডাকা হয়েছিল।

টেন্ডার ঘিরে আজ দুপুর বেলায় মাঠপলসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহঃ ইউনিস গোষ্ঠীর লোকেদের সাথে এলাকার অঞ্চল সভাপতি আসাদুর জামান গোষ্ঠীর লড়াই বাঁধে। ঘটনার খবর পেয়ে সাঁইথিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই পক্ষকে এলাকা থেকে সরিয়ে দেয়।

উপপ্রধান মহঃইউনিস গোষ্ঠীর লোকজনের অভিযোগ, “আমরা আজ যখন টেন্ডারের জন্য কাগজপত্র জমা দিতে গিয়েছিলাম, তখন আসাদুর জামানের গোষ্ঠীর লোকজন আমাদের ৩-৪ জন কর্মীকে মারধর করে।” মার খাওয়া কর্মীর কথায় স্পষ্ট তৃণমূলের দুই গোষ্ঠীর উত্তপ্ত হয় এলাকা।

যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি আসাদুর জামান দাবি করেছেন, “এখানে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। যা ঘটেছে তা কন্টাক্টরদের মধ্যে ঘটেছে। এখানে তৃণমূলের কোন গোষ্ঠী নেই। সমস্ত অভিযোগ ভিত্তিহীন।”