অনুব্রত গড়ে তৃণমূলে যোগদান শতাধিক বাম নেতা-কর্মীর

অমরনাথ দত্ত : লোকসভা ভোটের পর রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গেছে তৃণমূলের শক্ত ঘাঁটি অনুব্রত মণ্ডলের বীরভূমে। এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। লোকসভা ভোটের হিসাবের নিরিখে বহু পঞ্চায়েত হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের, হাতছাড়া বেশ কয়েকটি বিধানসভাও। মোটের উপর লোকসভা ভোটে ব্যাপক উত্থান হয়েছে বিজেপির বঙ্গের পাশাপাশি বীরভূমেও। যদিও লোকসভায় বীরভূমে একটি আসনও জিততে পারেনি বিজেপি।

লোকসভা ভোটের পর থেকেই দল ছেড়ে যাওয়া তৃণমূল কর্মী সমর্থকদের, পাশাপাশি অন্যান্য দল থেকে কর্মী সমর্থকদের টানতে মরিয়া তৃণমূল। কখনো শতাধিক, কখনো হাজার করে যোগদান করছে তৃণমূলে।

বৃহস্পতিবার ফের শতাধিক বাম ও বিজেপি নেতাকর্মী যোগ দিলো তৃণমূল কংগ্রেসে। বোলপুরের দলীয় কার্যালয়ে রূপপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় ৪০০ জন বিজেপি ও সিপিআইএম কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার যুব সভাপতি সুদীপ্ত ঘোষের হাত ধরে যোগদান করলেন।