CBI নিয়ে অস্বস্তিতে অনুব্রত মণ্ডল, রক্ষাকবচ দিলো না হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদন : ইদানিং সময়টা খুব খারাপ যাচ্ছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। গত সপ্তাহে রামপুরহাটের বগটুই কাণ্ডের পর শর্ট সার্কিটের তত্ত্ব তোলার পরিপ্রেক্ষিতে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে। আর এবার সিবিআই তদন্ত নিয়ে অস্বস্তিতে পড়লেন তিনি।

গরু, কয়লা পাচার নিয়ে একাধিকবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব করলেও তিনি সেই সকল তলব এড়িয়ে গিয়েছেন। কখনো শারীরিক অসুস্থতা, কখনো আবার হাইকোর্টের রক্ষাকবচ পেয়ে এই সকল তলব এড়িয়েছেন তিনি। কিন্তু এবার আর তাকে কলকাতা হাইকোর্ট রক্ষাকবচ দিল না।

গরু ও কয়লা পাচার কাণ্ডে সিবিআই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য একটি নোটিশ পাঠায়। কিন্তু অনুব্রত মণ্ডল সিবিআইয়ের সেই নোটিশ পাওয়ার পর হাজিরা না দিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। তিনি আদালতে আবেদন করেছিলেন, সিবিআই যেন তাঁকে গ্রেপ্তার অথবা গ্রেপ্তারের মত কোন কড়া পদক্ষেপ গ্রহণ না করে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তা খারিজ করে দেয়। পরে আবেদন করা হয় ডিভিশন বেঞ্চে।

ডিভিশন বেঞ্চে অনুব্রত মণ্ডলের সেই আবেদন শোনার পর বিচারপতি এই বিষয়ে আগের নির্দেশ স্থগিত রাখতে এবং প্রায় দু’সপ্তাহ পর মঙ্গলবার এই আবেদনের রায় ঘোষণা করলেন। রায় ঘোষণার সময় জানিয়ে দেওয়া হল, বীরভূমের তৃণমূল দলের সভাপতিকে গরু পাচার মামলায় কোন রক্ষাকবচ দিচ্ছে না হাইকোর্ট। একক বেঞ্চের রায় বহাল থাকল ডিভিশন বেঞ্চেও।

এখানেই শেষ নয়, এর পাশাপাশি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দেয়, এই মামলায় সিবিআইকে সবরকম সহযোগিতা করতে হবে অনুব্রত মণ্ডলকে। স্বাভাবিকভাবেই গরু পাচার মামলায় এবার অস্বস্তিতে জড়িয়ে পড়লেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।