অফিসারকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

হিমাদ্রি মণ্ডল ও লাল্টু : ফের একবার তৃণমূল নেতার দাপট বীরভূমে। সরকারি বিল পেতে দেরী হওয়ায় উত্তেজিত হয়ে পরে সরকারি অফিসারকে ঘাড় ধাক্কা দিয়ে পঞ্চায়েত থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূল নেতার বিরুদ্ধে। চেক পেতে দেরী হওয়ায় স্থানীয় তৃণমূল নেতা আব্দুর রহমান ও তার দলবলের এমন দুর্ব্যবহার বলে অভিযোগ।

ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল ব্লকের বাবুইজোড় পঞ্চায়েতে। গতকাল সেখানকার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফিসার উৎপল দাসকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে।

উৎপল দাস জানান, “গতকাল আমাকে পঞ্চায়েত থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। পঞ্চায়েত অফিস থেকে বের করে দিয়েছিলেন তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুর রহমান। পুরো ব্যাপারটি বিডিও সাহেব জানেন, যদিও থানাতে এখন অব্দি কোন অভিযোগ দায়ের করিনি। এরপর পুরো বিষয়টি আমি সিউড়ি তৃণমূল নেতৃত্বকেও জানাই। সিউড়ি তৃণমূল অফিস থেকে ওখানে ফোন গেলে পরে ওনারা মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন।”

যদিও তৃণমূল নেতা আব্দুর রহমান সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, “উনি ঠিক সময়ে অফিসে আসেন না। তাছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা ইচ্ছাকৃতভাবে আটকে রেখে এলাকার বাসিন্দাদের হেনস্তা করেন তিনি। এর আগেও তার বিরুদ্ধে অনেকেই ক্ষোভ দেখিয়েছেন। তৃণমূল সরকারকে বদনাম করার জন্যই পরিকল্পিতভাবে তারা এই কাজ করছিলেন।”

আব্দুর রহমান আরোও দাবি করেন, “আমাদের এলাকার উন্নয়নমূলক কাজগুলি হয়ে যাওয়ার পরও সেই সকল কাজ বাবদ সরকারি চেক তিনি ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছিলেন। সে কারণেই অনেকেই তাকে ঘিরে গত কালকে ক্ষোভ দেখান। এই ঘটনার সাথে আমার কোন যোগ নেই।”