বিস্ফোরণের ঘটনায় ধৃত তৃণমূল নেতার দুদিনের পুলিশি হেফাজত

লাল্টু : আগস্ট মাসের ২৪ তারিখ দুপুর বেলায় হঠাৎ বীরভূমের খয়রাশোল ব্লকের অন্তর্গত বড়রা নামোপাড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ভেঙে পড়ে ওই এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য মহিবুল শেখের বাড়ি, উড়ে যায় বাড়ির ছাদ, ভেঙ্গে পড়ে দেওয়াল। বিস্ফোরণের পর থেকেই ওই তৃণমূল নেতা পলাতক ছিলেন।

বিস্ফোরণের পর প্রশ্ন উঠেছিল, বিস্ফোরণ হলো কিভাবে? বাড়ির মধ্যেই কি মজুদ ছিল বোমা? নাকি ঘটনার পিছনে রয়েছে অন্য কিছু? তা নিয়ে তদন্ত শুরু করে বীরভূম পুলিশ। সেই বিস্ফোরণকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর বিজেপি এবং তৃণমূলের মধ্যে। একে অপরকে দোষারোপ করতে ছাড়েনি দুই রাজনৈতিক দলই।

তবে ঘটনায় মোড় নেয় গতকাল অর্থাৎ শনিবার। রাজনৈতিক চাপানউতোরকে দূরে সরিয়ে গোপন সূত্রে খবর পেয়ে কাঁকড়তলা থানার পুলিশ দুবরাজপুর পাহাড়েশ্বর শিব মন্দিরের নিকট থেকে অভিযুক্ত ওই তৃণমূল নেতা বড়রা পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য শেখ মহিবুলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া পর অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে রবিবার দুবরাজপুর আদালতে তোলা হয়। বিচারক উভয় পক্ষের শুনানি শুনে জামিনের আবেদন খারিজ করে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।