করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন তৃণমূলের বিদায়ী বিধায়ক আব্দুর রহমান

রায়হান রেজা : করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মুরারই বিধানসভার বিদায়ী তৃণমূল বিধায়ক আব্দুর রহমান। দীর্ঘদিন ধরেই তিনি করোনা আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় ছিলেন। তাকে এবার দলের তরফ থেকে ওই বিধানসভা এলাকাতে পুনরায় প্রার্থী মনোনীত করা হয়েছিল। তবে পরে তিনি করোনা আক্রান্ত হলে সেই প্রার্থী বদল করা হয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, আব্দুর রহমান শনিবার সকাল ৯ টা ১০ নাগাদ ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে। তড়িঘড়ি তৃণমূলের প্রচার বন্ধ করা হয়। এদিন তৃণমূলের তরফ থেকে মুরারই ১ নম্বর ব্লকের মহড়াপুরে প্রচারে নেমে ছিলেন বর্তমান তৃণমূল প্রার্থী চিকিৎসক মোশারফ হোসেন।

মুরারই বিধানসভার বিদায়ী বিধায়ক আব্দুর রহমানকে চলতি বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করেছিলেন। প্রার্থী ঘোষণা হওয়ার পর আব্দুর রহমান এলাকায় প্রচার শুরু করে দিয়েছিলেন। কিন্তু এই প্রচার শুরু করার কিছুদিন পরেই তিনি করোনায় আক্রান্ত হন। তারপর ফুসফুস জনিত সমস্যা দেখা দেয় তার শরীরে। এরপর থেকেই তিনি অসুস্থ ছিলেন। আর তিনি অসুস্থ হয়ে পড়ার পর তৃণমূল এলাকার প্রার্থী বদল করে এবং প্রার্থী করা হয় চিকিৎসক মোশারফ হোসেনকে।

[aaroporuntag]
প্রসঙ্গত, এই ভোট মরশুমে মাত্র এক সপ্তাহের মধ্যে তিনজন রাজনৈতিক নেতা করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন। মুরারইয়ের বিধায়ক আব্দুর রহমান ছাড়াও করোনায় প্রাণ হারিয়েছেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভা কংগ্রেস প্রার্থী রেজাউল হক এবং মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভার আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী। তারা দুজন যথাক্রমে বৃহস্পতিবার এবং শুক্রবার প্রাণ হারিয়েছেন।