কথামতো সারদার টাকা ফেরালেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়

নিজস্ব প্রতিবেদন : মিঠুন চক্রবর্তীর পর সারদার টাকা ফেরতের বিষয়ে একই পথে হাঁটলেন বীরভূমের তিনবারের সাংসদ শতাব্দী রায়। ড্রাফটের মাধ্যমে ইডির কাছে টাকা ফেরত দিয়েছেন বলে জানা গিয়েছে অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায়। একটি সংবাদপত্রের খবর অনুযায়ী শতাব্দি রায় জানিয়েছেন, “বারবার ডেকে হেনস্তা করা হচ্ছিল, সে কারণে শান্তির জন্য টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পুরো টাকাটাই ফেরত দিলাম।”

প্রসঙ্গত কয়েক সপ্তাহ আগে সারদা-কাণ্ড মামলা তদন্তের জন্য তলব করা হয় শতাব্দী রায়কে। প্রথমে তিনি দিন কয়েক সময় নেন সিজিও অফিসে হাজির হওয়ার জন্য। তারপর জুলাই মাসের শেষের দিকে ইডি দপ্তরে হাজিরা দেন। এরপর টাকা ফেরত দেওয়া প্রসঙ্গে বীরভূমে এসে তিনি আগেও জানিয়েছিলেন, “টাকা ফেরত দেওয়ার বিষয়ে সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। ওই টাকা আমার পরিশ্রমের টাকা। তবে শান্তির জন্য ফেরত দেওয়ার কথা ভাবছি।”

জানা গিয়েছে সারদার একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ওই সংস্থা থেকে সাংসদ শতাব্দী রায় ২৯ লক্ষ টাকা পেয়েছিলেন। সেই ২৯ লক্ষ টাকায় তিনি ফেরত দিয়েছেন বলে জানা গিয়েছে। এর আগে সারদা-কাণ্ড মামলায় নাম জড়িয়ে ছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীর। সেসময় মামলায় নাম জড়িয়ে পড়ায় তিনি ভেঙ্গে পড়েছিলেন। তারপর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সেই টাকা ফেরত দেওয়ার। সেই মতো তিনিও সেই টাকা ফেরত দিয়েছিলেন ইডিকে। আর এবার একই পথে হাঁটলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়।