পশ্চিমবঙ্গে NRC করতে দেব না, পথে নেমে জানালেন কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : আসামের পরে পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক পঞ্জীকরণ করা হবে, তা কেন্দ্রীয় শাসক দল বিজেপির শীর্ষ নেতৃত্ব বারবার ঘোষণা করেছেন। দিল্লিতে রাজ্য নেতৃত্বের সঙ্গে দলের সভাপতি অমিত শাহের এ নিয়ে একটি আলোচনা সভাও হয়েছে কলকাতায়। বারবার বিজেপির কেন্দ্র ও রাজ্য নেতাদের মুখে এনআরসির কথা শোনা যাচ্ছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রথম থেকে বলে আসছেন যে তাঁর রাজ্যে তিনি এনআরসি হতে দেবেন না। এনআরসির বিরুদ্ধে বারংবার রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল বের করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সেমত আজ বেলা তিনটে থেকে রামপুরহাটে এনআরসির বিরুদ্ধে একটি মিছিল করলো তৃনমূল। মিছিলে পা মেলান রাজ্যের কৃষিমন্ত্রী তথা এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় সহ শহর ও ব্লক নেতৃত্ব।

রামপুরহাট তৃনমূল কার্য্যালয় থেকে রামপুরহাট শহরে ব্যাঙ্ক রোড দিয়ে এই প্রতিবাদ মিছিল শেষ হয় পাচঁমাথা মোড়ে। সেখানে রাজ্যের কৃষিমন্ত্রী আশিস ব্যানার্জ্জী বক্তব্য রাখতে গিয়ে বলেন, “ বিজেপির বিভেদ রাজনীতি আমরা কোন দিন মেনে নিই নি আর কোন দিন মেনে নেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আন্দোলন চালিয়ে যাবো। পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেব না।”