করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্থগিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে হু-হু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। ভারতেও বাড়ছে এই ভাইরাসের সংক্রমণের সংখ্যা। শনিবার ভারতে এই ভাইরাসের সংক্রমণ ২৭০ ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গের সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩। আর এমত অবস্থায় সংক্রমণের আশঙ্কা থেকে স্থগিত করা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

চলতি মাসে পশ্চিমবঙ্গে শুরু হওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষার আরও দুটি পরীক্ষা বাকি ছিল। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না রাজ্য সরকার। যে কারণে আগামী ২৩ ও ২৫ তারিখের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ই এপ্রিলের আগে আর কোন রকম পরীক্ষা হবে না বলেই জানানো হয়েছে। আর এই দুটি বিষয়ের পরীক্ষা কবে হবে তাও ঠিক করা হবে ১৫ই এপ্রিলের পর।

করোনা ভাইরাসের সংক্রমনের হার এতটাই দ্রুত যে ভারত দুদিন আগেই এই ভাইরাসের সংক্রমণে প্রথম স্টেজে ছিল। তারপরেই তা পৌঁছে যায় দ্বিতীয় স্টেজে। আর এখন দেখতে দেখতে তৃতীয় স্টেজে পৌঁছে গেছে। এই তৃতীয় স্টেজ থেকে নিজেদের রক্ষা করার জন্য একমাত্র সাবধানতা ও সচেতনতায় সবথেকে বড় পথ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই রবিবার ১৪ ঘণ্টার জনতা কারফিউয়ের ডাক দিয়েছেন। এরপর ফের আবার তিনি নতুন করে একটি ভিডিও আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায় সচেতনতা নিয়ে। তিনি জানিয়েছেন, ‘সামান্য সাবধানতা অনেক কে বাঁচাতে পারে’।