‘যাবেন না স্যার’, প্রিয় স্যারকে ধরে রাখতে পথ অবরোধ, ভাবা যায়!

নিজস্ব প্রতিবেদন : প্রিয় স্যার (Teacher) বদলি হয়ে চলে যাচ্ছেন অন্য স্কুলে আর এই খবর ছড়িয়ে পড়ার পর স্কুল চত্বরে পড়ুয়াদের মধ্যে ডুকরে ডুকরে কান্না। সচরাচর এই ধরনের ছবি দেখা যায় না বললেই চলে। তবে সম্প্রতি এমনি একটি ছবি ধরা পড়েছে পূর্ব মেদিনীপুরে ((East Medinipur)। শুধু পড়ুয়াদের মধ্যে নয়, বদলির খবর জানতে পেরে বিষাদের সুর দেখা যায় অভিভাবকদের মধ্যেও।

প্রিয় শিক্ষকের বদলির খবর জানতে পাড়ার পর পড়ুয়ারা ডুকরে ডুকরে কাঁদার পাশাপাশি বারবার স্যারের কাছে তারা আবেদন জানান, ‘যাবেন না স্যার। থেকে যান।’ বর্তমান পরিস্থিতিতে স্কুলের পরিকাঠামোর অভিযোগ থেকে শুরু করে মানোন্নয়ন নিয়ে যখন নানান অভিযোগ উঠতে দেখা যায় সেই সময় শিক্ষকের বদলির খবরে পড়ুয়া ও অভিভাবকদের এইভাবে ভেঙে পড়া রীতিমত ব্যতিক্রমী ঘটনা। এমনকি ব্যতিক্রমী এই ঘটনাতেও স্কুলে পৌঁছাতে হয় বিডিও ও পুলিশকে।

পঠন পাঠন ঠিকঠাক হচ্ছে না অথবা অন্য কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে যেমন স্কুল চত্বরে বিক্ষোভ, পথ অবরোধ ইত্যাদি লক্ষ্য করা যায় ঠিক সেই রকমই প্রিয় শিক্ষকের বদলি ঠেকাতে সোমবার পথ অবরোধের মতো ঘটনার সাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুরের নন্দকুমার। সেখানে বরগোদা জালপাই প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে।

ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন শেখর ধর। সরকারি নিয়ম অনুসারে তার বদলি হয় অন্য স্কুলে। পরিবর্তে স্কুলে অন্য প্রধান শিক্ষক ইতিমধ্যেই নিয়োগ হয়েছেন। কিন্তু স্কুলের পড়ুয়া এবং অভিভাবকরা তাদের প্রিয় শিক্ষকের বদলি কোনোভাবেই মেনে নিতে চাইছেন না।

সোমবার স্কুল শুরু হওয়ার সময় থেকেই স্কুলের পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরাও স্কুলে এসে জড়ো হতে শুরু করেন। আর তারপর কেউ ডুকরে ডুকরে কান্না শুরু করেন আবার কেউ প্রিয় শিক্ষককে ছাড়বেন না বলে পথ অবরোধে নামেন। প্রিয় ছাত্র-ছাত্রীদের ছেড়ে যেতেও মন খারাপ শেখর বাবুর। তিনি জানিয়েছেন, তিনি এই স্কুলে ২২ বছর কাটিয়েছেন। কিন্তু সরকারি নিয়ম অনুসারে এখন তাকে অন্যত্র চলে যেতে হবে।