কেন্দ্রের কড়া পদক্ষেপ, ট্রেনে প্লাস্টিক দেখলেই মোটা টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদন : প্লাস্টিক দূষণ রোধে বড় পদক্ষেপ ভারতীয় রেলের। এই পদক্ষেপ এই প্রথম বড় পদক্ষেপ। রেলের মধ্যে প্লাস্টিক ব্যবহার ২ অক্টোবরের মধ্যে সম্পূর্ণ বন্ধ করতে বদ্ধপরিকর ভারতীয় রেল। এ নিয়ে কড়া নির্দেশিকা জারিও করা হয়েছে রেল মন্ত্রকের তরফ থেকে। প্ল্যাটফর্ম, প্যান্টি কার, স্টেশন, ট্রেন কোথাও প্লাস্টিক ব্যবহার করতে পারবে না রেলকর্মী থেকে যাত্রীরা। রেল মন্ত্রকের তরফ থেকে এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে আইআরসিটিসিকে। আর প্লাস্টিক নিয়ে ধরা পড়লে কি পদক্ষেপ নেওয়া হবে!

রেল মন্ত্রকের তরফ থেকে নির্দেশিকায় জানানো হয়েছে, ৫০ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহারে ইতি টানতে রেলের অভিযান শুরু হয়েছে। রেলের সব কটি জোনে ৫০ মাইক্রনের কম প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে।

রেলের নির্দেশিকায় বলা হয়েছে, প্যান্টি কার থেকে রেলওয়ে যাত্রীদের জন্য খাবার পাঠানোর সময় প্লাস্টিক ব্যবহার করা যাবে না। ট্রেনে ওঠার সময় যাত্রীরা যাতে প্লাস্টিকের ক্যারিব্যাগ নিয়ে নানা ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে রেল কর্মীদের। জলের প্লাস্টিকের খালি বোতল ইতস্তত ফেলতে গিয়ে ধরা পড়লে গুনতে হবে জরিমানা। তবে সেই জরিমানার পরিমাণ কত করা হতে পারে সে বিষয়ে খোলসা করে কিছু জানানো হয়নি রেলের তরফ থেকে।

রেলের এমন নির্দেশিকা পাওয়ার পর হুড়োহুড়ি শুরু হয়েছে আইআরসিটিসি কর্মীদের মধ্যে। মঙ্গলবার থেকে স্টেশনের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে প্লাস্টিক সামগ্রী কুড়াতে দেখা গিয়েছে রেল কর্মীদের। আইআরসিটিসির নজর রয়েছে ৫০ মাইক্রনের নিচে ব্যবহার করার মোটা প্লাস্টিক বন্ধের দিকেও।