ফের নিম্নচাপের ভ্রুকুটি, কোন কোন জেলায় বৃষ্টি, জানানো হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : নতুন করে একটি নিম্নচাপের ভ্রুকুটি দেখা দিয়েছে রাজ্যে। পুজোর আগেই এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা যাচ্ছে। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার এই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপ তৈরি হলে তার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে। যার জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি ছাড়াও অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ অনেক বৃদ্ধি পাবে।

মঙ্গলবার এই নিম্নচাপ তৈরি হলে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এই নিম্নচাপের প্রভাবে কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা গুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে ২১ সেপ্টেম্বরের পর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের যে সকল জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই জেলাগুলি হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া।

তবে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এদের মধ্যে আবার দুই ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ থাকতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। চলতি বছর যে সময় বৃষ্টি দরকার ছিল সেই সময় বৃষ্টি না হয়ে পূজোর আগে এইভাবে দফায় দফায় বৃষ্টি হওয়ায় অসুবিধার সম্মুখীন ব্যবসায়ীরা।