মহার্ঘ পেট্রোল, সস্তা অথচ মাইলেজ ভালো ৫টি বাইকের খোঁজ

নিজস্ব প্রতিবেদন : দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে লাগামছাড়া হয়ে দাঁড়িয়েছে পেট্রোলের দাম। বর্তমানে এক লিটার পেট্রোলের দাম ১১৫ টাকা ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে প্রত্যেকের মাথায় কাজ করছে ভালো মাইলেজের মোটরবাইক। ভালো মাইলেজের পাশাপাশি সস্তায় যাতে মোটর বাইক পাওয়া যায় তারও খোঁজ চলছে।

১) এই তালিকায় সবার প্রথমে যে মোটরবাইকের নাম উঠে আসে তার নাম হলো বাজাজ সিটি ১০০। ভারতের বাজারে সবচেয়ে ফুয়েল এফিশিয়েন্ট বাইক হিসাবে পরিচিত এই মোটর বাইক। এই মোটরবাইক ৭৫ কিলোমিটার মাইলেজ দিতে পারে। এতে রয়েছে সিঙ্গেল-সিলিন্ডার, ফোর-স্ট্রোক এয়ার-কুলড ইঞ্জিন। এই মোটর বাইকের দাম ৫১,৮০০ টাকা থেকে শুরু।

২) সস্তার পাশাপাশি ভালো মাইলেজ দেওয়ার জন্য অত্যন্ত জনপ্রিয় টিভিএস স্পোর্ট। এতে ৭৩ কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। এতে রয়েছে সিঙ্গেল-সিলিন্ডার ফোর-স্ট্রোক ইঞ্জিন রয়েছে, ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম এবং এয়ার-কুলড স্পার্ক ইগনিশন সিস্টেম। দাম মাত্র ৫৮,৯০০ টাকা থেকে দাম শুরু।

৩) তালিকায় তিন নম্বরে যে মোটর বাইকের নাম রয়েছে সেটি হল বাজাজ সিটি ১১০। এতে ৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায়। দাম শুরু ৫৮,২০০ টাকা থেকে। এই মোটরবাইকে রয়েছে সিঙ্গেল-সিলিন্ডার, ফোর-স্ট্রোক, এয়ার-কুলড ইঞ্জিন।

৪) মাইলেজ এবং সস্তার বিচারে চতুর্থ তালিকায় রয়েছে বাজাজ প্লাটিনা ১১০। এতে রয়েছে সিঙ্গেল-সিলিন্ডার, ফোর-স্ট্রোক ইঞ্জিন। ৬৩,৩০০ টাকা থেকে এর দাম শুরু। এই মোটর বাইক ৭০ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।

৫) এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে টিভিএস স্টার সিটি প্লাস। ৭০ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম এই মোটর বাইকটি। সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, ফোর-স্ট্রোক ইঞ্জিন রয়েছে এই মোটরবাইকে। ৭০,০০০ টাকা থেকে শুরু এই মোটর বাইকের দাম।