এবার বাজেটে নিৰ্মলার ৫ বড় উপহার, প্রত্যাশায় ধক সইছে না আমজনতার

নিজস্ব প্রতিবেদন : প্রতিবছর ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করা হয়ে থাকে। সাধারণ এই বাজেটকে ঘিরে আমজনতার মধ্যে আশা প্রত্যাশার শেষ থাকেনা। কোন কোন বছর সেই আশা প্রত্যাশা পরিপূর্ণ হয় আবার কোন কোন বছর হয় না। তবে এই বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৫টি বড় উপহার দিতে পারেন এমনই প্রত্যাশায় দিন গুণছেন আমজনতা।

১) মুদ্রাস্ফীতিতে নাজেহাল অবস্থা হয়েছে দেশের। বর্তমানে সেই পরিস্থিতি সামাল দেওয়া গেলেও একেবারেই মুদ্রাস্ফীতির বাঁধন থেকে বের হতে পারেনি দেশ। এমন পরিস্থিতিতে দেশের প্রতিটি মানুষ তাকিয়ে রয়েছেন আয়করের উপর বিশেষ ছাড় দেওয়ার ঘোষণার উপর। গত দু’বছরে এমন প্রত্যাশা থাকলেও তা পূরণ হয়নি, তবে এই বছর সেই উপহার আসতে পারে বলে আশা করা হচ্ছে। আশা করা হচ্ছে আয়করের ঊর্ধ্বসীমা আড়াই লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হতে পারে পাঁচ লক্ষ টাকা।

২) ভারতের মাটিতে ইতিমধ্যেই দ্রুত গতিতে ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস। এবার বাজেটে ৪০০ টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার ঘোষণা হতে পারে। এমনকি এই ঘোষণার পরিপ্রেক্ষিতে পুরাতন অনেক ট্রেন বন্ধ করে তাদের পরিবর্তে বন্দে ভারত এক্সপ্রেস ছোটানো হতে পারে।

৩) এবারের বাজেটে সাধারণ মানুষদের জন্য রাস্তাঘাট, ব্রিজ সহ বিভিন্ন ধরনের কাজকর্ম নিয়ে বিপুল অর্থ বরাদ্দ করা হতে পারে। কারণ এই সকল জিনিসগুলি মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে।

৪) এবার বাজেটে ঘোষণা হতে পারে নতুন প্যান কার্ডের। যে প্যান কার্ডই হবে আর্থিক লেনদেনের আসল পরিচয়। এই মুহূর্তে দেশে যে সকল আইডেন্টিটি রয়েছে সেগুলির সংখ্যা ২০। নতুন প্যান কার্ড চালু হওয়ার পর আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীরা অনেক সুবিধা পাবেন।

৫) এবার বাজেটে গৃহঋণ নিয়েও বড়সড় ঘোষণা করা হতে পারে। সরাসরি গৃহঋণের ক্ষেত্রে সুদ কমানো না হলেও যারা গৃহঋণ নেবেন তারা আয় করের ক্ষেত্রে ২ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।