সৌরভের সময়ে ভারতীয় ক্রিকেটে উল্লেখযোগ্য ৫টি সাফল্য, রইল তালিকা

নিজস্ব প্রতিবেদন : নতুন করে একবার সভাপতির পদে থাকার ইচ্ছা প্রকাশ করলেও বোর্ডের অধিকাংশ সদস্যদের বিরোধিতায় সরতে হচ্ছে সৌরভ গাঙ্গুলীকে। আগামী ১৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে তার সরে যাওয়ার ঘোষণা হবে এবং তার জায়গায় বসবেন ৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য রজার বিনি।

বিসিসিআই প্রেসিডেন্টের পদ থেকে সৌরভ গাঙ্গুলীকে এইভাবে সরিয়ে দেওয়ার ঘটনায় চর্চার শেষ নেই। শুরু হয়েছে রাজনৈতিক তর্ক-বিতর্ক, চলছে সৌরভ অনুরাগী এবং অন্যান্যদের মধ্যে আলোচনা। অন্যদিকে এমন পরিস্থিতিতে দ্বিধাবিভক্ত দেখা যাচ্ছে ক্রিকেট মহলকে। তবে এসবের মাঝে সৌরভ মুখ খুলে জানান, কেউ চাইলে চিরকাল যেমন খেলোয়াড় থাকতে পারেন না, ঠিক তেমনই কেউ সারাজীবন প্রশাসকও থাকতে পারেন না।

তবে এই সকল চর্চা এবং তর্কবিতর্কের বাইরে যদি প্রশাসক হিসেবে সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেট বোর্ডকে কি দিয়ে গেলেন তার দিকে নজর রাখা যায় তাহলে উল্লেখযোগ্য ভাবে পাঁচটি সাফল্যের কথা উঠে আসবে।

১) অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডগুলি করোনাকালে আর্থিক সংকটের মধ্যে পড়লেও ভারতীয় ক্রিকেট বোর্ডকে তার সম্মুখীন হতে হয়নি। সৌরভ গাঙ্গুলী এই সময় প্রেসিডেন্ট থাকাকালীন একপ্রকার সাফল্যের সঙ্গেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ করেন।

২) সৌরভের আমলেই ভারতের মহিলা ক্রিকেট টিম অংশগ্রহণ করে কমনওয়েলথ গেমসে। বার্মিংহ্যাম থেকে হরমনপ্রীত কউররা রুপোর পদক জিতে দেশে ফিরে দল।

৩) তার আমলেই ভারতের অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ থেকে যুব বিশ্বকাপের ট্রফি জিতে দেশে ফিরে।

৪) সৌরভ গাঙ্গুলীর আমলেই অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ জিতে নজির তৈরি করে ভারতীয় দল। এছাড়াও দেশের মাটিতে তো অবশ্যই, দেশের বাইরেও ভারতীয় দলের বিরাট সাফল্য দেখা যায় তার আমলে।

৫) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ব্র্যান্ড ভ্যালু সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় সৌরভ গাঙ্গুলীর আমলেই। তার আমলেই সর্বোচ্চ দামে মিডিয়া রাইটস বিক্রি হয়।