বাজপাখির মত উড়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা চারটি ক্যাচ

নিজস্ব প্রতিবেদন : সদ্য সমাপ্ত হয়েছে এবারের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। এই টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে এবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এবার এই বিশ্বকাপ প্রতিযোগিতায় কাপ ছিনিয়ে নিলেও বেশ কয়েকজন খেলোয়াড় তাদের অনবদ্য ফিল্ডিংয়ের জন্য নজির তৈরি করে গেলেন। যাদের মধ্যে চারটি ক্যাচ একেবারে বাজপাখির মত উড়ে ছিনিয়ে নিয়েছেন ওই সকল খেলোয়াড়রা।

চার্লস আমিনি : পাপুয়া নিউ গিনির খেলোয়াড় চার্লস আমিনি বাংলাদেশের বিরুদ্ধে সাকিব আল হাসানের যে কাজটি তালুবন্দি করেন তা এবারের বিশ্বকাপে অন্যতম সেরা ক্যাচ। এই খেলায় ১৩.৪ ওভারে সাকিব আল হাসান আসাদ ভালার বল লং অনে তুলে মারলে সেই বলটিকে শরীর ছুঁড়ে বল মাটিতে পড়ার আগেই তালুবন্দী করেন চার্লস আমিনি।

এডেন মার্করাম : এই টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন ১৪.৫ ওভারে নরকিয়ার বল লেগ-সাইডে তুলে মারেন স্টিভ স্মিথ। এই বলটি একেবারে বাজপাখির মত হাওয়ায় ভেসে তালুবন্দী করেন এডেন মার্করাম।

আকিল হোসেন : টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কার্যত আত্মসমর্পণ করলেও এই ম্যাচের সেরা মুহূর্ত ছিল আকিল হোসেনের নেওয়া ক্যাচ। ইংল্যান্ডের ইনিংস চলাকালীন ৬.১ ওভারে লিয়াম লিভিংস্টোন আকিলের বল ড্রাইভ করার চেষ্টা করলেই বল হাওয়ায় ভেসে যায় এবং নিজেই আখিল হোসেন বাজপাখির মত উড়ে সেই বল তালুবন্দি করেন।

ডেভন কনওয়ে : এই টি-টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ম্যাচে মহঃ হাফিজের ক্যাচটি তালুবন্দি করেন ডেভন কনওয়ে। ১০.৬ ওভারে মিচেল স্যান্টনারের বল স্টেপ আউট করে হাফিজ অফসাইডে তুলে মারলে বাউন্ডারি লাইনে শরীর ছুঁড়ে এই ক্যাচটি তালুবন্দি করেন ডেভন কনওয়ে।