পা খুবলে নিয়েছিল মেঠো ইঁদুর, চাকা লাগিয়ে কচ্ছপকে গতি দিলেন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদন : যেকোনো প্রাণীদের ক্ষেত্রেই স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রয়োজন হয় স্বাভাবিক শারীরিক গঠন। তবে অনেক সময় জন্মগত কারণে অথবা দুর্ঘটনায় হাত-পা হারাতে দেখা যায়। ঠিক সেই রকমই একটি দুর্ঘটনায় একটি কচ্ছপের সামনের দুটি পা ক্ষতিগ্রস্ত হয়। তবে সম্প্রতি চিকিৎসকেরা ওই কচ্ছপের সামনের পায়ের জায়গায় চাকা লাগিয়ে দেওয়াই এখন নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে ওই কচ্ছপটি।

উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ওয়ারিংটনের ম্যাকনিকোলস পরিবার বেশ কয়েক দিন ধরেই দুটি কচ্ছপ পুষছেন। এই দুটি কচ্ছপের মধ্যে একটি কচ্ছপের নাম এডি। সম্প্রতি ওই কচ্ছপটির সঙ্গেই এমন দুর্ঘটনা ঘটে। ওই কচ্ছপটি একদিন পরিবারের সদস্যদের চোখ এড়িয়ে বাড়ির বাইরে চলে যায়। তারপর কোন এক পশুর আক্রমণে তার সামনের দুটি পা ক্ষতিগ্রস্ত হয়।

সামনের দুটি পা হারানোর পর স্বাভাবিকভাবেই ওই কচ্ছপটি নিজের স্বাভাবিক জীবনের গতি হারিয়ে ফেলে। এরপর ওই পরিবারের সদস্যরা চিকিৎসকদের শরণাপন্ন হলে তার সামনের দুটি পায়ের জায়গায় চাকা লাগিয়ে দেওয়া হয়। সামনের দুটি পায়ের জায়গায় দুটি চাকা লাগিয়ে দেওয়ার পর এখন ওই কচ্ছপটি নিশ্চিন্তে আগের মত ঘুরে বেড়াচ্ছে।

ম্যাকনিকোলস পরিবারের সদস্যরা এক সংবাদ মাধ্যমিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, কয়েকদিন আগে বাড়ির ছোটরা স্কুল থেকে ফিরে দেখতে পায় এডি বাড়িতে নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায় না এবং শেষমেষ বাড়ির পোষ্য কুকুরকে তাকে খুঁজে পাওয়ার জন্য পাঠানো হয়। ওই কুকুরটি রক্তাক্ত অবস্থায় কচ্ছপটিকে নিয়ে এলে দেখা যায়, সামনের দুটি পা খুবলে নিয়েছে। হয় কোন মেঠো ইঁদুরের এমন কাজ।

পরে তাকে চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয় এবং সুস্থ হয়ে উঠলে তার সামনের দুটি পায়ের জায়গায় দুটি চাকা লাগিয়ে দেওয়া হয়। সেই টাকায় ভর করেই এখন দিব্যি ওই কচ্ছপটি ঘুরে বেড়াচ্ছে।